• রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
    ৭ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ২১:২২

যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসের পার্টনারস মিট ২০২৩ অনুষ্ঠিত

দেশকন্ঠ ডেস্ক : দেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী যমুনা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস লিমিটেডের পার্টনারস মিট-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল শনিবার জাঁকজমকপূর্ণভাবে এটি অনুষ্ঠিত হয়েছে। ‘আমরা ছিলাম, আমরা আছি এবং আমরাই থাকব’ এই স্লোগানকে সামনে রেখে যমুনা ইলেক্ট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস ব্যবসায় মুনাফার প্রবৃদ্ধি, কার্যক্রম ও ভবিষ্যৎ ব্যবসায়িক কর্মপরিকল্পনাসহ নানাবিধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শনিবার সকাল ৯টায় যমুনা ফিউচার পার্কের নিচতলায় মহল অডিটোরিয়ামে প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়। সারাদেশ থেকে আগত যমুনা ইলেকট্রনিক্সের ব্যবসায়িক অংশীজনদের আগমনে মুখরিত হয়েছিল যমুনা ফিউচার পার্কের অঙ্গন। দিনব্যাপী এ আয়োজনে অংশগ্রহণকারীরা তাদের ব্যবসায়িক সুযোগ-সুবিধা, ভবিষ্যৎ পরিকল্পনা, পারস্পারিক সংযোগ, অংশীজনের সাথে মতবিনিময়সহ গুরত্বপূর্ণ সেশনগুলোতে অংশগ্রহণ করেন।

৬৪ জেলা থেকে আগত সম্মানিত সকল ডিলার অনেক উৎসাহ, উদ্দীপনা নিয়ে প্রোগ্রামটি উপভোগ করেন। তারা বলেন, বৈশ্বিক এই মন্দার ভিতরেও যমুনা ইলেক্ট্রনিক্স আমাদের সকল সুযোগ-সুবিধা দিয়ে এসেছে। আমরা আশা করি, ভবিষ্যতেও আমাদের সাথে থেকে আমাদের সকল কাজে সহযোগিতা করবে। তারা আরও বলেন, এই ডিলার কনফারেন্স আমাদের আগামীর স্বপ্ন জয়ের আশা জাগিয়েছে। ডিলারগণ ব্যবসার অনেক দিক-নির্দেশনামূলক বক্তব্য শোনার মধ্য দিয়ে আরও সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পার্টনারস মিট-২০২৩ অনুষ্ঠানে সম্মানিত ডিলারসহ উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সকল বিভাগের পরিচালকসহ প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা।

অনুষ্ঠানে যমুনা গ্রুপের চেয়ারম্যান সালমা ইসলাম বলেন, ‘যমুনার পণ্য দাম ও মানে সেরা। তিনি উপস্থিত ডিলারদের ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সকল ডিলারের সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করে বলেন, আমরা আছি আমরা থাকবো, ইনশাআলাহ।’ যমুনা ইলেক্ট্রনিক্সের হেড অফ বিজনেস (এইচওবি) মো. সাজ্জাদুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের যায়গা থেকে ডিলারদের সর্বোচ্চ সুবিধা দেওয়ার চেষ্টা করেছি। গ্রাহকদের কথা চিন্তা করে আমরা সাশ্রয়ী দামে পণ্য ও গুণগত মানের দিকে বেশি নজর দিয়েছি। আমাদের প্রতিষ্ঠানে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন আমাদের ডিলারগণ। ডিলারদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিতে যমুনা   ইলেক্ট্রনিক্স বদ্ধপরিকর।’
 
সেলস এন্ড ডিস্ট্রিবিউশন ডিরেক্টর মো. আবুল কালাম বলেন, ‘যমুনার সকল ডিলার আমাদের গর্ব। প্রত্যেকটি ক্যাটাগরিতে আমাদের ডিলারগণ পারদর্শিতা অর্জন করেছেন।’ তিনি নতুন, পুরাতনসহ সকল ডিলারের সার্বিক মঙ্গল কামনা করেন। সেই সঙ্গে ডিলারদের সকল সুবিধা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।দিনব্যাপী এই আয়োজনের সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করেন দেশবরেণ্য শিল্পীগণ। জনপ্রিয় ব্যান্ড ফিডব্যাকের পরিবেশনা দিয়ে শেষ হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পর্ব। করোনা-পরবর্তী সময়ে ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নেওয়া এবং আগামী বছরের গতিশীল ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে করণীয় নিয়ে সম্মেলনে মতবিনিময় করেন প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা। অনুষ্ঠানে ব্যবসা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে ডিলারদের হাতে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়। জাতীয়ভাবে প্রথম হয়েছে নাটোরের বনপাড়ার স্বপন ইলেক্ট্রনিক্স,  দ্বিতীয় হয়েছে বগুড়ার শেরপুরের এসএম মাহির ইলেক্ট্রনিক্স  এবং তৃতীয় হয়েছে চুয়াডাঙ্গার জীবননগরের নিউ মিতালি ইলেক্ট্রনিক্স। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে ৪০ এর অধিক ডিলারকে পুরস্কৃত করা হয়। সব ডিলারের জন্য ছিল বিশেষ গিফট বক্স। পুরস্কার বিতরণের পর্ব দিয়ে শেষ হয় পার্টনারস মিট-২০২৩।  
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।