দেশকন্ঠ প্রতিবেদন : পর্যাপ্ত শিক্ষক নেই, নেই শিক্ষার্থীও। অবকাঠামো নেই; তবুও চলছে বিশ্ববিদ্যালয়। রাজনৈতিক বলয় আর বাণিজ্যিক মানসিকতা থেকে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা এসব বিশ্ববিদ্যালয় চলছে কোচিং সেন্টারের আদলে। মাত্র তিন দশকের কিছু বেশি সময় আগে গবেষণানির্ভর শিক্ষাপ্রক্রিয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হলেও এসব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের বেশির ভাগ যেন সনদ বিক্রির বৈধ প্রতিষ্ঠানে রূপ নিয়েছে!
অদক্ষ শিক্ষক, মনগড়া টিউশন ফি, নামমাত্র গবেষণা, লোক দেখানো বাণিজ্যিক ওয়ার্কশপ-সেমিনার, নিয়ম বহির্ভূত সিটিং অ্যালাউন্স গ্রহণ আর উন্নয়নের নামে বিশ্ববিদ্যালয়ের টাকায় বিদেশ ভ্রমণ যেন নিয়মে পরিণত হয়েছে শিক্ষক সংকট, গবেষণায় অনীহা আর নানা অব্যবস্থাপনায় মুখ থুবড়ে পড়েছে প্রায় ২০টির বেশি বিশ্ববিদ্যালয়। বর্তমানে দেশে সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৮টি এর মধ্যে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৯৯টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম চলমান রয়েছে। অপরদিকে, মোটা অঙ্কের বিনিময়ে সনদ বিক্রি এবং নানা অনিয়মের অভিযোগে একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে চারটি বিশ্ববিদ্যালয়ের। এছাড়া অনুমোদন থাকলেও দীর্ঘদিন শিক্ষাকার্যক্রম শুরু করতে না পারা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা এখন ছয়টি।
দেশকন্ঠ/অআ