দেশকন্ঠ প্রতিবেদন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যখন আকাশে উড়ছে সে সময় একজন কেবিন ক্রু বিমানে বসেই ধূমপান করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও এসেছে বিমানের হাতে। সেই ভিডিও দেখে তাকে চিঠি দিয়েছে বিমান কর্তৃপক্ষ। সম্প্রতি বিমানের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। ওই ক্রুর নাম মেরিয়ান অধিকারী মেরী। তিনি বিমানের জুনিয়র পার্সার হিসেবে কাজ করছেন। এক ভিডিওতে তাকে বিমানের খাবার রাখার জায়গায় ইউনিফরম পরে সিগারেট খেতে দেখা গেছে। মেরিয়ান অধিকারীকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, মেরিয়ান অধিকারী (মেরী), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ইনফ্লাইটে ইউনিফৰ্ম পরিহিত অবস্থায় আপনি সিগারেট অথবা সিগারেটসদৃশ কিছু গ্রহণ করেছেন যা বিমান ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নজরে এসেছে। এমন কার্যকলাপ অপেশাদারিত্বমূলক আচরণের সামিল। উক্ত আচরণ বিমান বিধির পরিপন্থী।
এতে আরও বলা হয়, এমতাবস্থায় আপনার এহেন কর্মকাণ্ডের জন্য কেন আপনার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা পত্র প্রাপ্তির ৯৬ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদানের জন্য বলা হলো। অন্যথায়, বিমানের বিদ্যমান প্রবিধান মালা অনুযায়ী আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম এবং বিমানের মহাব্যবস্থাপক-জনসংযোগ তাহেরা খন্দকারকে একাধিকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি। বিমানের প্রশাসন পরিদপ্তর থেকে জারি করা সাম্প্রতিক এক আদেশে বলা হয়, বিমান একটি সম্পূর্ণ ধূমপানমুক্ত প্রতিষ্ঠান। বিশেষ করে উড়োজাহাজে ধূমপান আন্তর্জাতিকভাবেই নিষিদ্ধ। এছাড়া ধূমপান জাতীয় কার্যক্রম ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫' ধারা-০৭ এর পরিপন্থী। এমতাবস্থায়, কর্মক্ষেত্রে ধূমপান না করার বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
দেশকন্ঠ/অআ