• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
    ১২ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২২:৩১

শেরপুরে বোরো ধান-চাল সংগ্রহ শুরু

দেশকন্ঠ প্রতিবেদক : শেরপুরে চলতি বোরো মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার দুপুরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেরপুরসহ ১৬ জেলায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে  ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।শেরপুর জেলা প্রশাসনের মিলনায়তনে ভার্চুয়ালী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাহেলা আক্তার, পুলিশ সুপার মো. কামরুজ্জামান, কৃষি উপ-পরিচালক ড. সুকল্প দাস, অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এসএম তাহ্সিনুল হক ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান।জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা এসএম তাহ্সিনুল হক জানান, শেরপুর জেলায় চলতি বোরো সংগ্রহ মৌসুমে ৩৩ হাজার ১৮৮ মেট্রিকটন বোরো ধান ও চাল সংগ্রহ করবে জেলা খাদ্য বিভাগ।

এর মধ্যে ৪৪ টাকা কেজি দরে ২৪ হাজার ৭০৩ মেট্রিকটন সিদ্ধ চাল ও ৩০ টাকা কেজি দরে ৮ হাজার ৪৮৫ মেট্রিকটন ধান সংগ্রহ করা হবে। এর মধ্যে সদরে ধান ২হাজার ২২০ মেট্রিকটন, চাউল ১৮হাজার ৯৮৪ মেট্রিকটন, নালিতাবাড়ীতে ধান ২হাজার১৩৫ মেট্রিকটন, চাউল ২হাজার ২২৬মেট্রিকটন, নকলায় ধান ১হাজার ১৪৭ মেট্রিকটন, চাউল ৬৮৩ মেট্রিকটন, শ্রীবরদীতে ধান ১ হাজার ৬৩৩ মেট্রিকটন, চাউল ৪৫৪ মেট্রিকটন ও ঝিনাইগাতীতে ধান ১৩৫০ মেট্রিকটন  ও চাউল ২৩৫৬ মেট্রিকটন। ৭৭টি হাস্কিং এবং ২১টি অটোমিলসহ মোট ৯৮টি চালের মিল থেকে চাল সংগ্রহ করা হবে। এছাড়াও কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। এজন্য ২৬হাজার ৮১১ জন কৃষক অ্যাপের মাধ্যমে নিবন্ধিত হয়েছেন। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত ধান-চাউল ক্রয় করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।