দেশকন্ঠ প্রতিবেদন : রাজধানীর গুলশানের এক পার্টি সেন্টারে ঈদ আড্ডার আয়োজন করে কল্যাণ পার্টি। এতে বিএনপি, জাতীয় পার্টিসহ বিরোধী রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। বৃহস্পতিবার (১১ মে) রাতে অনুষ্ঠিত এই ঈদ আড্ডায় অংশ নেয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।
এছাড়াও গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর, বাংলাদেশ মাইনরিটি পার্টির চেয়ারম্যান সুকৃতি মন্ডল, বিকল্পধারার চেয়ারম্যান ড. নুরুল আমিন বেপারী, এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ প্রমুখ। বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের সভাপতিত্বে ও দলটির যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল হাসান সাকীবের সঞ্চালনায় চলে ঈদ আড্ডা।
দেশকন্ঠ/অআ