- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : টক শো তে শুধু টক টক কথা হয়, মিষ্টি কথা হয় না- মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘প্রতিদিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টক শো হচ্ছে। সেখানে টক টক কথাই হচ্ছে। টকের সঙ্গে যদি একটু মিষ্টি মিষ্টি কথা হতো তাহলে আমার ভালো লাগতো। সেটা হয় না, শুধু এটা হচ্ছে না ওটা হচ্ছে না।’
আজ শনিবার দুপুরে দেশের প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের ৬০তম কনভেনশন উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, ‘অহেতুক বড় বড় প্রকল্প আমরা নেই না। অনেকেই মেগা প্রজেক্ট নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু আজ যখন মেগা প্রজেক্ট যেগুলো শেষ হয়েছে এবং তার সুফল যখন মানুষ ভোগ করছে তখন যারা এসব কথা টক শোতে বলেছিলেন তারা এখন কি জবাব দেবেন সেটাও আমার জানতে ইচ্ছে করে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘টক শো করার সুযোগ আমি করে দিয়েছি। কারণ টেলিভিশন একটা ছিল, সরকারি। এখন বেসরকারি টেলিভিশন প্রায় ৪৪টা। ৩২টা চলমান। প্রতিদিন সেখানে টক শো হচ্ছে। টক টক কথাই হচ্ছে। টকের সঙ্গে যদি একটু মিষ্টি মিষ্টি হতো তাহলে আমার ভালো লাগতো। সেটা হয় না, টক শোতে তারা শুধু বলেন- এটা হচ্ছে না ওটা হচ্ছে না।’
প্রকৌশলীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশের উন্নয়ন করতে চাই। উন্নয়নের মূল চালিকাশক্তি আপনাদের হাতে, এটা মনে রাখতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন স্বাধীনতার দশ বছরের মধ্যে উন্নত বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতো।’
তিনি বলেন, ‘শূন্য হতে যাত্রা শুরু করে মাত্র তিন বছর সাত মাস তিন দিন তিনি সরকারে ছিলেন। একটি প্রদেশকে রাষ্ট্রে উন্নত করা, একটি সংবিধান উপহার দেওয়া, রাস্তাঘাট পুল ব্রিজ আবার পুণর্গঠন, পুনর্বাসন করা, দেশকে আর্থসামাজিকভাবে এগিয়ে নিয়ে জাতিকে স্বল্পোন্নতদেশের স্বীকৃতি এনে দিয়েছিলেন বঙ্গবন্ধু।’
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা