দেশকন্ঠ প্রতিবেদন : এর আগে শুধু যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হলেও এবার বরিশালের ১২টি নৌরুটের সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে বিআইডব্লিউটিএ। একইসঙ্গে বরিশাল বিভাগে সন্ধ্যায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে সংশ্লিষ্ট দপ্তরগুলো বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হলেও পুরো বিভাগে গুমোট আবহাওয়া বিরাজ করছে।
বরিশাল নদীবন্দর কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ও পায়রা বন্দরকে ৮ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলার পর সব ধরনের নৌযান চলাচল বন্ধ এবং নিরাপদে নোঙর করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পুনরায় নির্দেশ না দেওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। বরিশাল নৌ-থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, ঘূর্ণিঝড় মোখার বিষয়টি বিবেচনায় নিয়ে পুলিশ সুপার স্যারের নির্দেশে বিভাগের ১৬টি ইউনিটের নৌ-পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। মানুষকে মাইকিং করে সতর্ক ও আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে অবস্থান করতে বলা হয়েছে।
দেশকন্ঠ/অআ