• শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
    ৩ মাঘ ১৪৩১
    ঢাকা সময়: ১১:৪০

বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে রাজনৈতিক আলোচনা অনুষ্ঠিত

  • জাতীয়       
  • ১৪ মে, ২০২৩       
  • ৪৩
  •       
  • ১৫-০৫-২০২৩, ০০:০১:৪২

দেশকন্ঠ  প্রতিবেদক : বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে দ্বিতীয় ফরেন অফিস কনসালটেশন (এফওসি) আজ ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়েছে। পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন এবং নয় সদস্যের ভিয়েতনাম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী দো হাং ভিয়েত। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, হালাল বাণিজ্য, পর্যটন ও সংস্কৃতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ, আইসিটি টেলিযোগাযোগ এবং সরাসরি বিমান যোগাযোগের ক্ষেত্রে সহযোগিতাসহ দ্বিপক্ষীয় সম্পর্কের সার্বিক দিক আলোচনায় উঠে এসেছে।

আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও প্রতিনিধি দল  মতবিনিময় করেন। উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে যে প্রায় ছয় বছরের বিরতির পর অনুষ্ঠিত এফওসি বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পৃক্ততায় আরও জোরদার ও গতিশীল করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।এফওসি দুই দেশের মধ্যে ক্রমাগত ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে, বিশেষ করে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে আরও উপাদান যোগ করার জন্য একটি দ্বিপাক্ষিক এফটিএ সমাপ্ত করার সম্ভাবনাগুলো খুঁজে  করতে সম্মত হয়েছে।প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের জন্য বাংলাদেশের দেয়া লাভজনক প্রণোদনা ও সুযোগ-সুবিধাগুলো তুলে ধরে পররাষ্ট্র সচিব ভিয়েতনামের ব্যবসায়ী সম্প্রদায় এবং উদ্যোক্তাদের পারস্পরিক সুবিধার জন্য বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সুযোগগুলো গ্রহণ করতে উৎসাহিত করেন।

উভয় পক্ষ উচ্চ-পর্যায়ের নিয়মিত সফর বিনিময়ের মাধ্যমে সম্পর্কের গতিশীলতা বজায় রাখার গুরুত্বের ওপর জোর দেয় এবং এ বছর ঢাকায় যৌথ বাণিজ্য কমিশনের সভা আয়োজনে সম্মত হয়।বাংলাদেশ ব্যাপক সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিশন গঠনেরও প্রস্তাব করেছে। উভয় পক্ষই ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগের সুবিধার্থে এবং পর্যটন ও জনগণের মধ্যে যোগাযোগকে ত্বরান্বিত করার জন্য সরাসরি বিমান সংযোগের গুরুত্বের ওপর জোর দিয়েছে।ঢাকা এবং হ্যানয় উভয়ই দ্রুততম সময়ে সরাসরি ফ্লাইট চালু করার সম্ভাবনা অন্বেষণ করতে সম্মত হয়েছে।পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বাংলাদেশ থেকে মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর দ্রুত প্রত্যাবাসনের জন্য দ্বিপাক্ষিকভাবে এবং আসিয়ান কাঠামোর মধ্যে আরও সক্রিয় ভূমিকা পালনের জন্য ভিয়েতনামকে অনুরোধ করেছেন। তিনি আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশকে দ্রুত অন্তর্ভুক্ত করারও দাবি জানান।

উভয় প্রতিনিধি দলের প্রধান ১৯৭৩ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ঐতিহাসিক ঘটনাকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এই বছর  বন্ধুপ্রতীম দুই  দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৈঠকটি ঢাকা ও হ্যানয়ে স্মারক অনুষ্ঠানের সঙ্গে যৌথ সন্ধিক্ষণ উদযাপনের প্রশংসা করে। উভয় পক্ষই নিয়মিত সংলাপ এবং দ্বিপাক্ষিক প্রক্রিয়ার বৈঠককে স্বাগত জানিয়েছে। প্রতিনিধিদলের আশা এই দ্বিতীয় এফওসি বিদ্যমান চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সহযোগিতামূলক এবং গঠনমূলক এবং ফলপ্রসূ করে কুলতে  আরও জোরালো ও গতিশীলতা আনতে সাহায্য করবে। পরবর্তী এফওসি ভিয়েতনামে পারস্পরিক সুবিধাজনক তারিখে অনুষ্ঠিত হবে।
দেশকন্ঠ/এআর

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।