• শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
    ৪ মাঘ ১৪৩১
    ঢাকা সময়: ১৯:০৩

কক্সবাজার-টেকনাফে যা ঘটল সারাদিন

  • জাতীয়       
  • ১৫ মে, ২০২৩       
  • ৪১
  •       
  • ১৫-০৫-২০২৩, ১১:১১:১২

দেশকন্ঠ প্রতিবেদন : ‌ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের কক্সবাজার-টেকনাফ উপকূল অতিক্রম করে মিয়ানমারের দিকে গেছে রোববার (১৪ মে) সন্ধ্যার কিছু আগে। তার আগে বিকেল ৩টার দিকে কক্সবাজার ও মিয়ানমার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। তবে মোখার প্রভাবে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি ছিল কক্সবাজার-টেকনাফে। ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বেগের এই অতি প্রবল ঘূর্ণিঝড় লন্ডভন্ড করে দিয়ে গেছে বাংলাদেশের একমাত্র বদ্বীপ সেন্টমার্টিনকে। সরেজমিনে ঘুরে দেখা যায়, সকাল থেকে কক্সবাজার এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। যার ফলে কক্সবাজার এলাকার মানুষের জীবনে একরকম স্থবিরতা নেমে আসে। বেলা ১১টা পর্যন্তও খুব প্রয়োজন ছাড়া কাউকে তেমন ঘর থেকে বের হতে দেখা যায়নি। শহরে হাতেগোনা কয়েকটি খাবারের দোকান ছাড়া তেমন কোনো দোকান খোলা দেখা যায়নি। সড়কে যানবাহনের সংখ্যাও ছিল কম।
 
কক্সবাজার সমুদ্র সৈকত বিক্ষুব্ধ থাকলেও দেখা গেছে বেশ কিছু পর্যটক সৈকতে এসেছেন মোখার প্রভাবে অশান্ত সমুদ্র দেখতে। সময় যত বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ ততই বাড়তে থাকে কক্সবাজারে। স্থানীয়রা জানান, শনিবার (১৩ মে) গভীর রাত থেকেই বৃষ্টি শুরু হয় এখানে। এছাড়া আবাসিক হোটেলগুলোতে অতিথির সংখ্যা কম রয়েছে বলে জানা গেছে। বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার থেকে মেরিন ড্রাইভ ধরে টেকনাফ যাওয়ার পথে বৃষ্টি ও বাতাসের পরিমাণ আরও বাড়তে দেখা যায়। দুপুর ১টার দিকে টেকনাফের বাহারছড়া এলাকার মেরিন ড্রাইভ সড়কে দেখা যায়, ‘সাম্পান’ সরিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাচ্ছেন জেলেরা। ৮/১০ জন সাম্পানগুলো সরানোর কাজ করছিলেন। সরিয়ে নিতে সাম্পানের নিচে চাকা লাগিয়ে সেটিকে ৪ চাকার গাড়ির মতো তৈরি করা হয়। সাম্পানকে এক স্থান থেকে অন্য স্থানে টেনে নেওয়ার জন্য ব্যবহার করা হয় ট্রাক্টর।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।