দেশকন্ঠ প্রতিবেদন : গাজীপুরের শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়নের সাটিয়াবাড়ি এলাকার ডার্ড কম্পোজিট মিলস নামের কারখানায় বেতন ভাতা দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এসময় উত্তেজিত শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায়, একপর্যায়ে শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপারের গাড়ি আগুন দেয় এবং পুলিশের আগুন নেভাতে আসা কাপাসিয়া ফায়ার সার্ভিসের দুটি গাড়িতে ভাঙচুর চালায় শ্রমিকরা।
রোববার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ছয়টায় এ ঘটনা ঘটে। তবে কারখানায় শ্রমিকদের দাবি, বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান ও বিক্ষোভ করছেন তারা। সকালে মালিক আসার কথা থাকলেও দুপুর পর্যন্ত মালিক কারখানায় উপস্থিত না হওয়ায়
শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
দেশকন্ঠ/অআ