দেশকন্ঠ প্রতিবেদন : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতৃবৃন্দ বলেছেন, পুরানো ঢাকার ডিআইটি প্লটের পুকুর দখলের পায়তারা চলছে, ডিস্টিলারি রোড পুকুরকে দূষিত করা হচ্ছে। এই পুকুরগুলোসহ জলাশয় রক্ষায় নেই কোনো সরকারি উদ্যোগ।
১৯ মে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সূত্রাপুর থানা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড বিকাশ সাহার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খানের সঞ্চালনায় ঘুণ্টিঘর ও সূত্রাপুরে ৮ দফা দাবিতে `দাম কমাও- জান বাঁচাও` স্লোগানে অনুষ্ঠিত সমাবেশে নেতৃবৃন্দ এসব দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সংগঠক জাহিদ হোসেন খান, ঢাকা মহানগর দক্ষিণের নেতা ত্রিদিব সাহা, আবু তাহের বকুল, আনোয়ার হোসেন, হামিদুর রহমান ইকবাল, জয় বনিক, দীপক শীল, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা কামাল হোসেন বাদল।
নেতৃবৃন্দ আরো বলেন, খাল-নদীগুলোকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে। সিটি কর্পোরেশন খোলা পদ্ধতিতে আবর্জনা পরিষ্কার করায় বায়ুদূষণ আজ চরমমাত্রায় উঠেছে। কর্পোরেশনের সেকেন্ডারি ডাম্পিং স্টেশনগুলো পরিবেশ দূষণের উৎসে পরিণত হয়েছে। সূত্রাপুর বাজারের খাসজমি ভূমি দস্যুরা দখল করছে। সরকারকেই তা উদ্ধার করতে হবে এবং সেখানে জনসাধারণকে কম মূল্যে মানসম্মত চিকিৎসাসেবা দেওয়ার জন্য সরকারি হাসপাতাল নির্মাণ করতে হবে। ধূপখোলা মাঠসহ সকল খেলার মাঠ উন্মুক্ত করতে হবে। ঘুণ্টিঘর রেললাইনের উপর ফুটওভার ব্রিজ নির্মাণ করতে হবে। গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে হবে। গ্যাস-পানি-বিদ্যুতের দাম দফায় দফায় বৃদ্ধি করা চলবে না। বিশুদ্ধ পানি সরবরাহ করতে এবং এবং পুরানো পানি সরবরাহ লাইন বদলে ফেলে নতুন লাইন সংযোগ করতে হবে। সূত্রাপুর এলাকাকে বাসযোগ্য করে তুলতে হবে। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সূত্রাপুরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।
দেশকণ্ঠ/আসো