• সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
    ৩০ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২১:৪৮

‘কালো’ বলেই বারবার বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস

দেশকণ্ঠ প্রতিবেদন : বর্ণবাদের কালো থাবা এখন ভিনিসিয়ুস জুনিয়রের দিকে তাক করা আছে। শুধু তাই নয়, এই ব্রাজিলিয়ানকে ঘিরেই এখন সবকিছু আবর্তিত হচ্ছে। তাকেই লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন সাদা চামড়ার মানুষগুলো। মূলত গায়েল রং কালো বলেই বারবার শিকারে পরিণত হচ্ছেন তারা। সে কারণে ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ স্পেন আর লিগ বলতে লা লিগাকে মূল্যায়ন করা হচ্ছে। মায়োর্কা, রিয়াল ভায়াদোলিদ, আতলেতিকো মাদ্রিদ, বার্সেলোনার পর ভ্যালেন্সিয়া—লা লিগার এবারের মৌসুমে এ নিয়ে পাঁচবার প্রতিপক্ষের মাঠে বর্ণবাদী আক্রমণের শিকার হলেন ভিনিসিয়ুস জুনিয়র। দু’দিন আগে ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদের শিকার হওয়ার পর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় ক্ষোভ প্রকাশ করেন ভিনি। একের পর এক বর্ণবাদের ঘটনায় দায়ী করেন লা লিগা কর্তৃপক্ষকে। মেস্তায়া স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদের হারের ম্যাচে ভ্যালেন্সিয়ার এক সমর্থক ভিনিকে উদ্দেশ করে কিছু একটা বলেন। জবাবে সেই দর্শকের দিকে তেড়ে যান রিয়ালের ব্রাজিলিয়ান উইঙ্গার। ম্যাচের শেষ দিকে ভ্যালেন্সিয়া খেলোয়াড়দের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়লে লাল কার্ড দেখানো হয় তাকে।
 
ম্যাচ শেষ হওয়ার পর বর্ণবাদ নিয়ে কর্তৃপক্ষের ভূমিকার সমালোচনা করেন ভিনিসিয়ুস। ২২ বছর বয়সী তারকা টুইটারে লেখেন, ‘এটা প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়বার নয়। লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। খোদ কর্তৃপক্ষ ও স্পেনের ফুটবল ফেডারেশন এটা মনে করে এবং সমর্থকদের দলগুলো সাহস জোগায়।’ সঙ্গে এও বলেন, ‘বলতে বাধ্য হচ্ছি, স্পেন আজ ব্রাজিলিয়ানদের কাছে বর্ণবাদী দেশ হিসেবে পরিচিত হয়ে উঠছে।’ ভিনিসিয়ুসের বক্তব্যের পর লা লিগার পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে লেখা হয়, ‘প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে ম্যাচের সব ছবি ও ভিডিও নিয়ে তদন্ত করা হবে। তদন্ত শেষে ঘৃণিত অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা গেলে তাঁদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।’ এখন প্রশ্ন, কেন বারবার বর্ণবাদের শিকার ভিনিসিয়ুস? রবার্তো কার্লোস, রোনালদিনহো থেকে স্যামুয়েল ইতো, কেউই বাদ যাননি। লা লিগায় এসে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন তাঁরাও। লাতিন ও আফ্রিকার অনেক কৃষ্ণাঙ্গ ফুটবলারকে এমন দুঃসহ মুহূর্তের মুখোমুখি হতে হয়েছে বহুবার। ইউরোপীয় ফুটবলে বর্ণবাদ যেন নৈমিত্তিক ঘটনা!
 
ইন্টার মিলান ছেড়ে কার্লোস রিয়াল মাদ্রিদে এসে বর্ণবাদের শিকার হয়েছিলেন। সেবার বার্সেলোনার সাবেক মিডফিল্ডার পেপ গার্দিওলা বলেছিলেন, স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ স্বাভাবিক বিষয়। ম্যানচেস্টার সিটির কথা যে ঠিক, সেটা এখন হাড়ে হাড়ে বুঝছেন ভিনিসিয়ুস জুনিয়র। ভ্যালেন্সিয়ার মাঠে ১-০ গোলে হেরেছে রিয়াল। তবে কার্লো আনচেলত্তির শিষ্যদের হারের চেয়েও ম্যাচটি এখন আলোচনায় ভিনির আবারও বর্ণবাদের শিকার হওয়া ঘটনা। প্রতিপক্ষ দলের এক সমর্থক রিয়াল উইঙ্গারকে উদ্দেশে কিছু বললে তেড়ে পাল্টা জবাব দেন ভিনি। এ সময় অনেকক্ষণ খেলা বন্ধ থাকে। এ ঘটনায় ভিএআর দেখে যোগ করা ষষ্ঠ মিনিটে ভিনিকে লাল কার্ড দেখান রেফারি। আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ারে এবারই প্রথম লাল কার্ড দেখলেন ব্রাজিলিয়ান তারকা। দর্শকদের বর্ণবাদী আচরণ ভিনির জন্য নতুন কোনো ঘটনা নয়। গত সেপ্টেম্বর থেকে মে পর্যন্ত ভিনি বর্ণবাদের শিকার হয়েছেন সাতবার। গত বছরের সেপ্টেম্বরে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে তাঁর গোল উদ্‌যাপন নিয়ে তো স্প্যানিশ ফুটবল পন্ডিতেরাও তির্যক মন্তব্য করেছিলেন। দর্শকদের আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হওয়া ভিনিকে খেলার মাঠেও অন্য লড়াইয়ের মুখোমুখি হতে হয়।
 
চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ সাত লিগের মধ্যে সর্বোচ্চ ফাউলের শিকার হয়েছেন তিনিই। সংখ্যাটা গত ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল ৭৯ বার। সবশেষ ভ্যালেন্সিয়ার মাঠে বর্ণবাদী আচরণের শিকার হয়ে চটেছেন ভিনি। ঘটনার পর ব্রাজিলিয়ান তারকার টুইট, ‘লা লিগায় বর্ণবাদী আচরণ খুবই স্বাভাবিক বিষয়। ফেডারেশনও তাই মনে করে। যে টুর্নামেন্ট একসময় রোনালদিনহো, রোনালদো, ক্রিস্টিয়ানো, মেসিদের ছিল, এখন তা বর্ণবাদীদের। স্প্যানিশদের অনেকেই হয়তো আমার সঙ্গে একমত হবেন না। দুর্ভাগ্যজনকভাবে এমন ঘটনা প্রতি সপ্তাহে ঘটে। আমার কিছুই করার থাকে না তখন। তবে আমি এই বর্ণবাদের শেষ দেখে ছাড়ব।’ তবে বর্ণবাদের ঘটনায় উল্টো ভিনির ঘাড়েই দোষ চাপাচ্ছেন লা লিগা সভাপতি। হাভিয়ের তেবাসের পাল্টা টুইট, ‘লা লিগার সমালোচনা করার আগে নিজেকে সঠিকভাবে জানা জরুরি। তোমাকে যেন কেউ কাজে লাগাতে না পারে, সে বিষয়ে সচেতন থাকা উচিত।’ কথার লড়াই এখানেই থেমে থাকেনি। ভিনির পাল্টা টুইট, ‘বর্ণবাদের সমালোচনা না করে লা লিগার সভাপতি সামাজিক মাধ্যমে আমাকে পাল্টা আক্রমণ করলেন। আপনি যতই না বোঝার ভান করুন, এটা আপনার সুনাম নষ্ট করবে। আপনার পোস্টের কমেন্টগুলো দেখলে অবাক হবেন। নিজেকে গুটিয়ে নেওয়ায় আপনার আর বর্ণবাদের মধ্যে কোনো পার্থক্য রইল না।’
 
তেবাস প্রতিপক্ষ হয়ে দাঁড়ালেও ভিনির ওপর বর্ণবাদীর অভিযোগের তদন্তের কথা জানিয়েছে লা লিগা। তাঁর ক্লাব রিয়ালও বর্ণবাদকে ‘ঘৃণামূলক অপরাধ’ অভিহিত করে স্প্যানিশ প্রসিকিউটরদের কাছে ফৌজদারি অভিযোগ করেছে। এছাড়াও ভিনি পাশে পাচ্ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে। রিয়াল তারকাকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থন জানিয়েছেন কিলিয়ান এমবাপ্পে, রোনালদো নাজারিও, আনচেলত্তি, রিও ফার্দিনান্দ, গ্যারি লিনেকার। এরপর বর্ণবাদের শিকার হওয়ার প্রমাণ দিলেন ভিনিসিয়ুস। কেউ কথা বলছেন ভিনির পক্ষে, কেউ তাঁর বিপক্ষে। থেমে থাকছেন না ভিনি নিজেও। নিজের ওপর বর্ণবাদী আক্রমণের প্রমাণ দিলেন ব্রাজিলের এই স্ট্রাইকার। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন ভিনি। গত এক বছরে তিনি কীভাবে বর্ণবাদের শিকার হলেন তাঁর প্রামাণ্যচিত্র তুলে ধরেছেন এই ভিডিওতে। দর্শকদের স্লেজিং তো রয়েছেই। তাঁকে উদ্দেশ্য করে মাঠ থেকে ছোড়া হচ্ছে কলা। কৃষ্ণাঙ্গ বাঁদর, এসব বলেও কটূক্তি করা হয়েছে। এমনকি তাঁর মৃত্যু কামনা করে গ্যালারি থেকে স্লোগান দেওয়া হয়েছে। তাঁকে নিয়ে ব্যঙ্গচিত্রও দেখা গেছে মাদ্রিদের রাস্তায়।
দেশকণ্ঠ/আসো

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।