- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি) দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আজ প্রায় ১ কোটি ৮০ লাখ লিটার সয়াবিন তেল, ৮০,০০০ মেট্রিক টন সার ও ১২,৫০০ মেট্রিক টন চিনি সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করেছে। আজ অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত চলতি বছরের সিসিজিপির ১৮তম বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান জানান, দিনের সিসিজিপি বৈঠকে মোট ১১টি প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে।তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের একটি প্রস্তাবের প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালিত ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আন্তর্জাতিক টেন্ডার পদ্ধতিতে এসেনচুয়েট টেকনোলোজি আইএনসি ইউএসএ (স্থানীয় এজেন্ট: ওএমসি লি. ঢাকা) এর কাছ থেকে প্রতি লিটার ১৪০.১৬ টাকা দরে মোট প্রায় ১২৯.৫৮ কোটি টাকায় প্রায় ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল ক্রয় করবে।
এছাড়াও, টিসিবি ব্র্যান্ডশেয়ার ট্রেডিং লিমিটেড ঢাকার কাছ থেকে সরাসরি সংগ্রহ পদ্ধতিতে প্রতি কেজি ১০৫ টাকা দরে মোট প্রায় ১৩১.২৫ কোটি টাকায় প্রায় ১২,৫০০ মেট্রিক টন চিনি সংগ্রহ করবে। টিসিবি সিটি এডিবল অয়েল লিমিটেড এর কাছ থেকে স্থানীয় উন্মুক্ত টেন্ডার পদ্ধতিতে প্রতি লিটার ১৮২.৬৫ টাকা দরে প্রায় ১২৭.৮৫ কোটি টাকা দিয়ে ৭০ লাখ লিটার সয়াবিন তেল সংগ্রহ করবে। মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব বলেন, কৃষি মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাবের প্রেক্ষিতে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) তৃতীয় লটের আওতায় ওসিপি, এসএ, মরক্কোর কাছ প্রতি টন ৩৬৮ মার্কিন ডলার দরে মোট ১২০.০৩ কোটি টাকার প্রায় ৩০,০০০ মেট্রিক টন টিএসপি সার ক্রয় করবে। এছাড়াও, বিএডিসি কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের কাছ থেকে ৫ম লটের অধীনে প্রতি টন ৪১৮ মার্কিন ডলার দরে প্রায় ২২৬.৬৮ কোটি টাকায় ৫০,০০০ মেট্রিক টন এমওপি সার সংগ্রহ করবে।মাহবুব জানান, দিনের সিসিজিপি সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর নিয়ে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) পৃথক তিনটি প্রস্তাব অনুমোদন করা হয়।
তিনি বলেন, চেইন ইঞ্জিনিয়ালিং কো. লি. কোরিয়া, ইউশিন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, কোরিয়া এবং ইঞ্চিনিয়ারিং অ্যান্ড প্ল্যানিং কনসালট্যান্টস লি. বাংলাদেশ যৌথ উদ্যোগে প্রায় ৫৩ কোটি ৫৩ লাখ ৩৪ হাজার ৩৭৫ টাকা ব্যয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পে পরামর্শক হিসেবে কাজ করবে। সিসিইসিসি, চীন ও সিআরসিসি, চীন এর যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের অধীনে মিরেসরাই-২এ অর্থনৈতিক অঞ্চল এলাকায় প্রায় ২৩৭.৯৯ কোটি টাকা ব্যয়ে ১০.৭০ কিলোমিটার রাস্তা ও ১৬.৫৫৭ কিলোমিটার ড্রেনেজ নির্মাণের কাজ বাস্তবায়ন করা হবে।এছাড়াও, সিসিজিপি সভা অপর একটি প্রস্তাব অনুমোদন করেছে-যার অধীনে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড মিররসরাই-২বি অর্থনৈতিক অঞ্চল এলাকায় প্রায় ২১৯.৯৩ কোটি টাকা ব্যয়ে ১২.১০ কিলোমিটার রাস্তা ও ১২.৮৬১ কিলোমিটার ড্রেনেজ নেটওয়ার্ক নির্মাণ করবে।এছাড়া বৈঠকে ভূমি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব এবং স্থানীয় সরকার বিভাগ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দুটি পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা