• বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪
    ৯ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ১১:১৬

রাজবাড়ীতে বিএনপির ১৪১ জনের নামে ছাত্রলীগের মামলা

  • জাতীয়       
  • ২৫ মে, ২০২৩       
  • ২৯
  •       
  • ২৫-০৫-২০২৩, ০৮:২০:২৩

দেশকন্ঠ প্রতিবেদন : ‌রাজবাড়ীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে আসার পথে ছাত্রলীগ ও যুবলীগ নেতাদের ২টি মোটরসাইকেল ভাঙচুর ও ইটপাটকেল নিক্ষেপ করে আহত করার ঘটনায় বিএনপির ৬১ নেতার নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। বুধবার (২৪ মে) রাজবাড়ী সদর থানায় মামলাটি দায়ের করেছেন গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রাতুল আহম্মেদ। মামলার আসামিরা হলেন, জহুরুল ইসলাম প্রামানিক ঝরো, খায়রুল আলম বকুল, ইদ্রিস শেখ, জহুরুল ইসলাম নুরুন্নবি, আরিফুর রহমান, সাদ্দাম সরদার, তাপস সরকার, রাজ্জাক, কাউসার, শান্ত খান, বাবু শেখ, সাজেদুর রহমান বিশ্বাস, উজ্জল খান, ফয়েজ দেওয়ান, আব্দুল মালেক শিকদার, জহির শিকদার, রানা শেখ, আলামীন, সামসু মীর, আশিক আলম সবুজ, মজনু, সোহান শেখ, রাজা খান, শহিদ সরদার, আলামীন শেখ, আব্দুল লতিফ শেখ, আজাদ হোসেন, শামীম, কালাম ফকির, বিল্লাল হোসেন পরী, ফজলু মন্ডল, মঞ্জুর আলম মনজু, আরিফ সরদার, সোহাগ মিজি, শফিক বেপারী, আলামীন শেখ, আনোয়ার শেখ, আলী রাজ, উজ্জল সরদার, মহসিন খন্দকার, আলামিন খান, রায়হান মীর, ফজলু মোল্লা, গাজী মাসুদ, শৈবাল মোল্লা, সোহাগ ওরফে কালা সোহাগ, মাহাতাব উদ্দিন মানিক, ইদ্রিস প্রামানিক, শহিদ শেখ, জাহাঙ্গীর মিয়া, মমিন মোল্লা, জামাল মোল্লা, সালেহীন প্রামানিক, উজ্জল মন্ডল, সোহেল মন্ডল, বাদশা মন্ডল, আব্বাস সরদার, সুমন সরদার, জাবেদ, পারভেজ, আরিফসহ অজ্ঞাতনামা ৭০-৮০ জন।
 
মামলার বাদী গোয়ালন্দ পৌর ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রাতুল আহম্মেদ জানান, ২০ মে বাংলাদেশ আওয়ামী লীগ ও যুবলীগ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে পার্টি অফিসে শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানে যোগ দেওয়ার লক্ষ্যে তিনি ও তার সঙ্গীয় পরাগ আহম্মদ, জাকির হোসেন কাঞ্চন, পাপিনসহ আরও অনেকে মোটরসাইকেলে আসার সময় রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের সামনে পাকা রাস্তায় পৌঁছানো মাত্র হাতে বাঁশের লাঠি, লোহার রডসহ বিভিন্ন দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আমাদেরসহ রাস্তায় চলাচলরত বিভিন্ন যানবাহনের গতিরোধ করে। কোনো কারণ ছাড়াই হাতে থাকা বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে আমাদের সহ সাধারণ জনগনের উপর আতর্কিত আক্রমণ করে। এলোপাথারি মারপিটসহ ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে এবং রাস্তায় থাকা যানবাহন ভাঙচুর করে। তাদের মারপিটে এবং ইট পাটকেলের আঘাতে সে ও তার সঙ্গীসহ রাস্তায় থাকা কয়েকজন অজ্ঞাতনামা পথচারীর জখম হয়। এসময় তার ব্যবহৃত  মোটরসাইকেলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের ২টি মোটরসাইকেল ভাঙচুর করে এক লাখ টাকার ক্ষতি সাধন করে। তাদের আচরণে রাস্তায় চলাচলরত সাধারণ জনমনে আতঙ্ক বিরাজ করে ও লোকজন দিকবিদিক ছোটাছুটি করতে থাকেন। তখন রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে এসে হামলাকারীদের কবল থেকে তাদের উদ্ধার করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তিনিসহ তার সঙ্গীয় আহত ব্যক্তিরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ৬১ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭০-৮০ জনকে আসামি করে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল ভাঙচুর ও মারধরের অভিযোগে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান বলেন, গোয়ালন্দের এক ছাত্রলীগ নেতা বাদী হয়ে সদর থানায় একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
দেশকন্ঠ/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।