- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য সকল দলের অংশ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, ‘নির্বাচনে বাধা দেয়া গণতন্ত্রের কাজ নয়। যারা নির্বাচনে না এসে বাধা দেয়ার চেষ্টা করে তাদের প্রতিহত করা হবে। দেশে নির্বাচন কমিশন আছে। যারা নির্বাচনে বাধা দিবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। শুধু মুখে মুখে সুশাসনের কথা বলে নির্বাচনকে বাধাগ্রস্থ করে সুশাসন প্রতিষ্ঠা করা যাবে না। আমরা চাই একটি সুন্দর নির্বাচন। এজন্য সকলের অংশগ্রহন প্রয়োজন।’পরিকল্পনামন্ত্রী বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা সদরস্থ এফআইভিডিবি’র আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘সুনামগঞ্জের হাওর এলাকার সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার নিমিত্ত সম্ভাব্যতা সমীক্ষা’ শীর্ষক প্রকল্পের উপর মতবিনিময় কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আবারো ক্ষমতায় আনার আহবান জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওরের মানুষের প্রতি খুবই আন্তরিক। তাঁর নেতৃত্বে আমরা সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল করেছি, টেক্সটাইল ইন্সটিটিউট হয়েছে, বিশ্ববিদ্যালয় হবে, হাওরে উড়াল সড়কের কাজ শুরু হয়েছে। শুধু এসবই শেষ নয়, হাওরের মানুষের উন্নয়নের জন্য যা-যা প্রয়োজন আমরা সবই করব। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে তা বজায় রাখতে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’ সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে এ মতবিনিময় কর্মশালায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পূর্ব রিজিয়নের মহাপরিচালক এস এম শহিদুল ইসলাম, সিলেট উত্তর পূর্বাঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশিমোহন সরকার, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা-১) মুহাম্মদ আব্দুর রাকিব, হাওর বাঁচাও আন্দোলনের নেতা বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান ও সুনামগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বক্তৃতা করেন।
এম এ মান্নান বলেন, হাওরের মানুষ আর অবহেলিত নয়। তারা জেগে উঠেছে। শেখ হাসিনার নেতৃত্বে হাওরের যে উন্নয়ন হয়েছে তা বলে শেষ করা যাবে না। তিনি বলেন,‘হাওরের মানুষের জীবনমান উন্নয়নে আমরা কাজ করছি। হাওরে পানি আসবে এটাই প্রকৃতির নিয়ম,এ পানি যাতে অবাধে চলাচল করতে পারে, কোন বাধার সৃষ্টি না হয়, এজন্য আর কোন সড়ক আমরা নির্মাণ করব না। আমরা উড়াল সড়ক করব।’পরে মন্ত্রী দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্তরে হাওরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগীদের মাঝে মুরগী ও ভেড়া বিতরণ করেন।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা