- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : নতুন করে কারিগরি ত্রুটি শনাক্ত হওয়ার পর বোয়িং আবারও তার প্রথম স্টারলাইনার স্পেস ক্যাপসুলের ক্রু ফ্লাইট বিলম্বিত করেছে। বৃহস্পতিবার কর্মকর্তারা এ কথা জানান। সমস্যাযুক্ত সিএসটি-১০০ স্টারলাইনার প্রোগ্রামটি আগে অনেকবার স্থগিত করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আন্তর্জাতিক একটি পরীক্ষামূলক ফ্লাইটে ২১ জুলাই মহাকাশ স্টেশনে মানুষ পাঠানোর পরিকল্পনা করা হয়েছিল। এখন নতুন ত্রুটি শনাক্ত হওয়ায় এই পরিকল্পনা আবার পিছিয়ে যাচ্ছে।পরীক্ষার সময়, বোয়িং প্রকৌশলীরা ত্রুটি সংক্রান্ত একটি নতুন সমস্যা চিহ্নিত করেছেন,
ক্যাপসুলে প্যারাসুট সিস্টেম এবং তারের টেপ ব্যাপকভাবে ব্যবহৃত হয়, যা কিছু শর্তে দাহ্য বলে পাওয়া গেছে।অভ্যন্তরীণ আলোচনার পরে, তারা পরীক্ষামূলক ফ্লাইট পরিত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন এবং মার্কিন মহাকাশ সংস্থার কাছে নতুন সমস্যাগুলো অবহিত করেছেন। বোয়িং সিএসটি-১০০ স্টারলাইনার ক্রুদের মহাকাশ স্টেশনে পৌঁছানোর ব্যাপারে নাসা ও বোয়িং চুক্তিবদ্ধ। বোয়িং ভাইস পেসিডেন্ট এবং মিশন প্রোগ্রাম ম্যানেজার মার্ক ন্যাপি বলেছেন, ‘এই সমস্যাগুলি সংশোধন করার জন্য আমরা সিএফটি (ক্রুড ফ্লাইট) এর প্রস্তুতি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা