- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : গরমে ঠান্ডা পানি পান করলে প্রশান্তি মেলে। বাসাবাড়িতে ফ্রিজের পানি পানের সুযোগ পেলেও ঘরের বাইরে বের হলে সেই সুযোগ থাকে না। যদি মিনি একটি ফ্রিজ থাকে তবে যে কোনো জায়গায় বসেই আপনি ঠান্ডা পানি, কোক কিংবা জুস পান করতে পারবেন।
বাজারে পাওয়া যাচ্ছে এমনই একটি মিনি ফ্রিজ। ফ্লাউইশ নামের একটি প্রতিষ্ঠান এই মিনি ফ্রিজ এনেছে। যা মোবাইল ফোন বা পাওয়ার ব্যাংক দিয়েও চলাতে পারবেন। পকেটে নিয়েও ঘুরতে পারবেন। ছোট আকারের এ ফ্রিজে কোমল পানীয়ের বোতল রেখে ঠান্ডা করে পান করতে পারবেন। পানীয় ঠান্ডা করার পাশাপাশি গরমও করতে সক্ষম এই মিনি ফ্রিজ।
এ দারুণ ফ্রিজটি তাপমাত্রা প্রায় ৮ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড ঠান্ডা এবং ৪০ থেকে ৬৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত গরম করতে পারে। ফ্রিজের তাপমাত্রা ৫ মিনিটে ৮.৫ ডিগ্রি কমানো যেতে পারে। চীনে তৈরি এ ফ্রিজটি মোবাইল ফোন কিংবা পাওয়ার ব্যাংক দিয়ে চালানো যাবে। দাম ৫ হাজার টাকা।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা