- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতাউ আগ্নেয়গিরির অগ্নুত্পাত হয়ে ছাই ও লাভা ছড়িয়ে পড়েছে চারপাশে। বাতাসে ৩ কিলোমিটার পর্যন্ত ছাই ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপদ প্রশমন কেন্দ্র জানিয়েছে, প্রধান জাভা ও সুমাত্রা দ্বীপপুঞ্জের মাঝামাঝি সুন্দা প্রণালীতে অবস্থিত আগ্নেয়গিরি দ্বীপটিতে শুক্রবার গভীর রাত থেকে কমপক্ষে সাতবার বিস্ফোরণ হয়েছে।
কেন্দ্রটি জানিয়েছে, ২০১৮ সালে জাভা ও সুমাত্রা উপকূলে ভয়াবহ সুনামির কারণে পর্বতধসের পর এটিই ছিল দীর্ঘতম অগ্ন্যুৎপাত। সর্বসাম্প্রতিক এই অগ্ন্যুৎপাতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি এবং কোনও উচ্ছেদ আদেশ জারি করা হয়নি। আগ্নেয়গিরি থেকে নিকটতম জনবসতিটি সাড়ে ১৬ কিলোমিটার ( সাড়ে ১০ মাইল) দূরে অবস্থিত ।কেন্দ্রের বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০১৮ সালের অগ্ন্যুৎপাত ও ধ্বসের পর থেকে আনাক ক্রাকাটাউ দ্বীপটি এখন তার মূল আকারের মাত্র এক চতুর্থাংশ।
সূত্র: ভয়েস অব আমেরিকা
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা