দেশকণ্ঠ প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান। ১৮ জুন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এই মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুর রহমান সাংবাদিক ইউনিয়নের গণমাধ্যমকর্মীদের সাথে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন উন্নয়ন, সম্ভাবনা, মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধ এবং বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
মত-বিনিময় অনুষ্ঠানে কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নের আহবায়ক নয়া দিগন্তের কালীগঞ্জ উপজেলা সংবাদদাতা কাজী মোহাম্মদ ওমর ফারুক, সদস্য সচিব দৈনিক খোলা কাগজের কালীগঞ্জ প্রতিনিধি মো. আশরাফুল হক, মুক্ত সংবাদের মোয়াজ্জেম হোসেন রাসেল, দৈনিক সময়ের আলোর গোলাম রসূল দৈনিক ঢাকা প্রতিদিনের কামরুল হাসান মোল্লা, দৈনিক সমাচারের আবুল কালাম খান, দৈনিক স্বদেশ প্রতিদিনের মাহবুব আলম, দৈনিক সংবাদ প্রতিদিনের ইকবাল হোসেন ভূইয়া, দৈনিক বাংলাদেশ সমাচারের ফয়সাল দেওয়ানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান উপস্থিত সাংবাদিকদের নিকট কালীগঞ্জের উন্নয়নে ও সরকারের ভিশন বাস্তবায়নে সহযোগিতা কামনা করেন।
দেশকণ্ঠ/আসো