- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : দেশের শীর্ষ মাদক চোরাকারবারীদের নামের তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ১ মাসের মধ্যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালককে এই তালিকা দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। রোববার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বে দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। একই সঙ্গে রুলসহ ৫ হাজার কোটি টাকা পাচারের ঘটনা অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এর আগে মাদক ব্যবসার কারণে বছরে প্রায় ৫ হাজার কোটি টাকা পাচার হওয়ার ঘটনা অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়। সেই সঙ্গে দেশের শীর্ষ মাদক কারবারিদের তালিকা চাওয়া হয়েছে আবেদনে। সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস এই সম্পূরক আবেদন করেন।অর্থ সচিব, স্বরাষ্ট্রসচিব, আইজিপি, এনবিআরের চেয়ারম্যানকে এতে বিবাদী করা হয়েছে। গত ১১ জুন ‘মাদক ব্যবসার কারণে বছরে পাচার ৫ হাজার কোটি টাকা’ শিরোনামে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনগুলো সংযুক্ত করে এই আবেদন করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে মাদকের কারণে প্রতিবছর পাচার হয়ে যায় ৪৮১ মিলিয়ন মার্কিন ডলার বা ৫ হাজার ১৪৭ কোটি টাকা। আর মাদক কেনাবেচা করে অর্থ পাচারের দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে পঞ্চম।এশিয়ার দেশগুলো বিবেচনায় নিলে মাদকের মাধ্যমে টাকা পাচারের ঘটনায় বাংলাদেশ একেবারে শীর্ষে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা