- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মো. বাচ্চু হাওলাদারকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। ২০ বছর ধরে পলাতক ছিল বাচ্চু।১৯ জুন সোমবার র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।তিনি জানান, ১৮ জুন রোববার রাতে কুমিল্লার চান্দিনা থানাধীন এলাকা থেকে বাচ্চুকে গ্রেপ্তার করে র্যাব-৩ এবং ১১ এর যৌথ আভিযানিক দল।
২০০৩ সালে শরীয়তপুরের গোসাইরহাট থানাধীন এলাকায় যৌতুকের দাবিতে স্ত্রী জাহানারাকে পিটিয়ে হত্যা করে বাচ্চু হাওলাদার।লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মামলা সূত্রে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, বাচ্চু বিয়ের পর থেকেই তার স্ত্রী জাহানারাকে বাবার বাড়ি থেকে যৌতুক এনে দিতে চাপ দিচ্ছিল। এতে কাজ না হলে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে।
এছাড়াও বাচ্চুর সঙ্গে পরী বানু নামের এক নারীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। ২০০৩ সালের ১৯ আগস্ট ভোররাতে কলহ হলে বাচ্চু তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। সকালে প্রতিবেশীরা জাহানারার মৃতদেহ দেখতে পেয়ে তার বাবা মফিজুল হক ব্যাপারীকে খবর দেন। ২০০৩ সালের ২০ আহস্ট ভুক্তভোগীর বাবা বাদী হয়ে শরীয়তপুরের গোসাইরহাট থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত গত ২০১৮ সালের ১ আগস্ট বাচ্চুকে মৃত্যুদদণ্ড দেন। মামলাটি রুজু হওয়ার পর থেকেই আসামি দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিল।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা