- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : চীনা কোম্পানি মেসার্স ইউয়ানশুন এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড মংলা এক্সপোর্ট প্রসেসিং জোনে (মংলা ইপিজেড) একটি প্যাকেজিং শিল্প স্থাপন করতে যাচ্ছে। তারা ৯.৪৯ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে এবং সেখানে ৪৯০ জন বাংলাদেশী কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ১০০ শতাংশ বিদেশী মালিকানাধীন এই কোম্পানিটি কাগজের বাক্স, গহনার বাক্স, গহনার ব্যাগ, ঘড়ির বাক্স, কার্টুন সহ উপহার বাক্সের মতো প্যাকেজিংয়ের জন্য বার্ষিক ১০ মিলিয়ন পিস বিভিন্ন ধরণের বাক্স তৈরি করবে। এই বিষয়ে বেপজা এবং মেসার্স ইউয়ানশুন এন্টারপ্রাইজ সম্প্রতি শহরের বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং ইউয়ানশুন এন্টারপ্রাইজ কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লিন ইউয়ান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মোঃ তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মোঃ খোরশিদ আলম।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা