- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ প্রতিবেদক : জাতিসংঘের শান্তিমিশন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছেন, তাদের চিহ্নিত করতে বাংলাদেশ পুলিশ এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ২৪ জুন শনিবার বিকেলে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক পরিদর্শনে শেষে আশুলিয়ার বাইপাইলে সাংবাদিকদের প্রশ্নোত্তরে এই কথা জানান পুলিশ প্রধান।এসময় আইজিপির সঙ্গে হাইওয়ে পুলিশ প্রধান শাহাবুদ্দিন খান ও ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, ‘দেশবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে অনেকেই জড়িত থাকে। এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আমরা যেটা এনেছি, তা রক্ষার জন্য স্বাধীনতার স্বপক্ষের শক্তি, এদেশের মানুষ, প্রধানমন্ত্রীসহ আমরা যারা আছি; তারা সকলেই ঐক্যবদ্ধ। যে কোনো চক্রান্ত রুখে দেওয়ার মতো সামর্থ্য বাংলাদেশ সরকারের আছে। বিভিন্ন দেশে যারা এদেশের সম্মান নষ্ট করার জন্য এবং স্বাধীনতা ও সার্বভৌমত্বকে নস্যাৎ করার জন্য, যেসকল কুচক্রী মহল জড়িত আছে; তাদের চিহ্নিত করার কাজ চলছে। পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয় এসকল ষড়যন্ত্র নস্যাৎ করার জন্য দায়িত্ব পালন করছে।’
আসন্ন কোরবানির ঈদে সড়কে যানজট বিষয়ে পুলিশ প্রধান বলেন, ‘গতবার চ্যালেঞ্জ ছিল একটা। যাত্রী সাধারণকে শুধু যার যার গন্তব্যে পাঠানো। কিন্তু এবার চ্যালেঞ্জ হচ্ছে তিনটা- যাত্রী সাধারণকে যথা সময়ে বাড়ি পৌঁছে দেওয়া, পশু পরিবহন ও পশুর হাটের নিরাপত্তা নিশ্চিত করা এবং মৌসুমি ফলের পরিবহন নিশ্চিত করা। আমরা সবগুলো বিষয় বিবেচনায় নিয়ে নিরাপত্তা পরিকল্পনা এবং ট্রাফিক ব্যবস্থা নিয়েছি। আমরা দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রতিটি ইউনিট জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলাসহ সবধরণের প্রস্তুতি নিয়ে মাঠে থাকবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য টহল টিমের পাশাপাশি মোটরসাইকেল স্কোয়াডও রেডি রাখা হয়েছে। বাংলাদেশ সরকারের প্রতিটি প্রতিষ্ঠানের সঙ্গে আমরা একযোগে কাজ করছি। যার কারণে আমরা গতবার সফল হয়েছি। আশা করছি, এবারও সফল হব।’
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা