- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
দেশকন্ঠ ডেস্ক : অনলাইনে জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপে প্রায় সময়ই অপরিচিত নম্বর থেকে আসা ফোন কলে বিরক্ত হন ব্যবহারকারীরা। এখন থেকে ব্যবহারকারীরা চাইলেই অপরিচিত নম্বর থেকে আসা কল এড়াতে (সাইলেন্স) পারবেন। আর এজন্য হোয়াটসঅ্যাপের সর্বশেষ আপডেট ভার্সনটি ব্যবহার করতে হবে। নতুন আপডেটে যুক্ত হওয়া সুবিধা ব্যবহার করে অপরিচিত নম্বর থেকে আসা কলকে সাইলেন্ট করা যাবে। এর ফলে, অপরিচিত নম্বর থেকে কল আসলেও রিংটোন বাজবে না ফোনের।
অপরিচিত কলের বিড়ম্বনা থেকে বাঁচার জন্য ফোনের হোয়াটসঅ্যাপটি যদি আপডেট করা না থাকে তাহলে সর্বপ্রথমে আপডেট করে নিতে হবে। অ্যান্ড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপের ওপরের ডান দিকের কোনায় থাকা তিন ডট আইকনে ট্যাপ করে সেটিংস অপশনে যেতে হবে। এরপর সেখান থেকে প্রাইভেসি মেন্যুতে যেতে হবে। প্রাইভেসি মেন্যু থেকে কলস অপশনে ট্যাপ করতে হবে। কলস অপশনে গিয়ে সাইলেন্স আননোন কলারসের পাশের টগল বোতামে ট্যাপ করে বন্ধ থাকা বোতাম চেপে এই সেটিংস চালু করে নিতে হবে। সঠিকভাবে এটি চালু করা হলে অপরিচিত নম্বর থেকে ফোন আসলে সেটি সাইলেন্ট হয়ে থাকবে।
দেশকন্ঠ/এআর
পথরেখা : আমাদের কথা