কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, পথরেখা অনলাইন : গাজীপুরের কালীগঞ্জে এক হাফেজকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। হত্যা ঘটনায় জড়িত ও আত্মগোপনে থাকা তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের মাঝুখান গ্রামের আক্তার হোসেন শেখের পুত্র তাওহীদ (১৭) হাফেজি সম্পূর্ণ করে বর্তমানে এলাকায় রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ শুরু করে। গত ২ জুলাই বিকেলে তাওহীদ ফুলদী বাঘপাড়া গ্রামের হোসেন ঠিকাদারের সঙ্গে কাজের বিষয়ে কথা বলে সন্ধ্যায় বাড়ি ফেরার পথে ফুলদী বাজারে পৌঁছলে একই এলাকার আজমাইল সরকারের পুত্র জীবি খান (১৮), সুরুজ আলী সরকারের পুত্র সৌরভ (১৯) ও মৃত নূর মোহাম্মদের পুত্র ইমরানের (২০) সাথে দেখা হয়। এসময় অটোরিক্সায় জীবি খান, সৌরভ ও ইমরান তাওহীদের সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং তাওহীদকে এলোপাথাড়ি মারধর করে মূমূর্ষ অবস্থায় অটোরিক্সা থেকে সড়কে ফেলে দিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে স্বজনরা মূমূর্ষ অবস্থায় তাওহীদকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন সোমবার ভোরে তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ৫ জুলাই (বুধবার) রাতে নিহতের বাবা বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত অব্যাহত রয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
পথরেখা/আসো