কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি, পথরেখা অনলাইন : গাজীপুরের কালীগঞ্জে কাউন্সিলর পুত্রের বিরুদ্ধে প্রাইভেটকার ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ক্ষতিগ্রস্থ গাড়িটি থানা হেফাজতে রয়েছে।
ভূক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকাল আনুমানিক চারটার দিকে মজনু মিয়ার পুত্র সোহাগ প্রাইভেটকার নিয়ে বাড়ীতে যাওয়ার সময় ৬নং ওয়ার্ড কাউন্সিলর মো. আব্দুস সালামের বড় পুত্র অপু (৩৫) পূর্ব শক্রুতার জের ধরে গাড়ির পথরোধ করে। সোহাগ স্থাণীয় কাজী আমিরের দোকানের সামনে গাড়ী থামালে অপু সোহাগকে মারধোর করে। এ সময় সোহাগের ডাক চিৎকারে স্থাণীয়রা এসে তাকে উদ্ধার করে। পরে সোহাগ প্রাইভেটকারটি ভাদগাতী এলাকার বাচ্চু মিয়ার বাড়ীর সামনে পার্কিং করে বাড়ীতে গেলে কিছুক্ষণ পর অপু, আছান উদ্দিনের পুত্র মঞ্জুর হোসেন, সুরুজ মিয়া ও হুমায়ুন, সুরুজের পুত্র বাপ্পীসহ অজ্ঞাত ৩/৪ জন পূর্বপরিকল্পিত ভাবে লোহার রড দিয়ে গাড়ীটি ভাংচুর করে প্রায় তিন লাখ টাকার ক্ষতিসাধন করে।
এ বিষয়ে মজনু মিয়া বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে এস.আই মো. সাব্বির হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ গাড়ীটি থানায় নিয়ে আসেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পথরেখা/আসো