পথরেখা প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।
১১জুলাই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগীতায় ও উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সার্বিক তত্বাবধানে জনসংখ্যা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠনের অংশগ্রহনে র্যালিটি উপজেলা চত্বর হতে শুরু করে বিশেষ বিশেষ সড়ক পদক্ষিণ করে পূনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয় । "জেন্ডার সমতাই শক্তি : নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণ হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন" এবারের জনসংখ্যা দিবসের এই স্লোগানের মাধ্যমে অনুষ্ঠন শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাংসদ মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মাকসুদুল আলম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী রোজারিও, গাজীপুর জেলা পরিষদের সদস্য মো. দেলোয়ার হোসেন, কালীগঞ্জ পৌরসভার মেয়র এস এম রবিন হোসেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ প্রমুখ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, কন্যা শিশুদের বিশেষ যত্ন নিতে হবে কারণ দেশের আর্থ সামাজিক উন্নায়নে পুরুষদের তুলনায় নারীদের ভূমিকা কোন অংশে কম নয়। বর্তমান সরকারের অভাবনীয় সফলতা হচ্ছে মাতৃ মৃত্যুর হার ও শিশু মৃত্যুর হার কমিয়ে আনা। পাশাপাশি পরিবার পরিকল্পনার প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে বাংলাদেশের জনসংখ্যার স্লোগান "দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয়" এ বিষয়ে সকলকে আহবান করেন।
পথরেখা/আসো