• মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
    ৯ আশ্বিন ১৪৩১
    ঢাকা সময়: ২৩:১৫

তৃতীয় সপ্তাহে ৮৪ প্রেক্ষাগৃহে ‘প্রিয়তমা’

  • জাতীয়       
  • ১৫ জুলাই, ২০২৩       
  • ২৭
  •       
  • ১৫-০৭-২০২৩, ০৯:২৯:২৬

পথরেখা অনলাইন : এবারের ঈদের সবচেয়ে আলোচিত সিনেমা শীর্ষ নায়ক শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’। ঈদের দিন থেকেই দর্শকপ্রিয়তা পেয়েছে ছবিটি। তাই তো অনেক দিন পর সিনেমা হলের সামনে ছবিটি ঘিরে দর্শকের দীর্ঘ লাইন দেখা গেছে। শুক্রবার ‘প্রিয়তমা’ ছবিটি তৃতীয় সপ্তাহে পা রাখল। এখনো দেশের ৮৪টি প্রেক্ষাগৃহে সগৌরবে চলছে সিনেমাটি। শুধু চলছেই বললে ভুল বলা হবে, সবগুলো হলের বিকেলের (১৪ জুলাই) শো হাউসফুল যাচ্ছে। এমনটাই জানিয়েছেন ছবিটির নির্মাতা হিমেল আশরাফ। এ নির্মাতা নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এমন তথ্য জানিয়ে লেখেন, “প্রিয়তমা’ অলটাইম ব্লকবাস্টার। আজকেও ৮৪টি হলের বিকেলের শো হাউসফুল।”
 
এছাড়া বিদেশের মাটিতেও ভালো ব্যবসা করছে ছবিটি। গত ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার ৪২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’। সেখানে প্রথম তিন দিনেই ছবিটি আয় করেছে ৪৪ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭ লাখ টাকা)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন  সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক স্বপ্ন স্কেয়ারক্রো-এর প্রেসিডেন্ট মো. অলিউল্লাহ সজীব। ঈদ উপলক্ষ্যে, গত ২৯ জুন (বৃহস্পতিবার) ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘প্রিয়তমা’। দ্বিতীয় সপ্তাহে একটি হল বেড়ে সংখ্যা দাঁড়ায় ১০৮টিতে। এবার তৃতীয় সপ্তাহে এসে হল কমলো ২৪টি। বর্তমানে ‘প্রিয়তমা’র দখলে রয়েছে ৮৪টি সিনেমা হল। প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হিমেল আশরাফের পরিচালনায় রোমান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। এতে আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মী প্রমুখ।
পথরেখা/অআ

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।