পথরেখা অনলাইন প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের ৬৪ কোটি ৬৮ লাখ ৭৪ হাজার ৩৭৯ টাকার বাজের ঘোষনা করা হয়েছে। ১৫ জুলাই পৌরসভা সম্মেলন কক্ষে নতুন কোন কর আরোপ ছাড়াই মেয়র এস এম রবীন হোসেন এই বাজেট ঘোষণা করেন।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে মেয়র এস এম রবীন হোসেন বলেন, কালীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য পরিচ্ছন্ন পৌরসভা হিসেবে গড়তে নিরলস কাজ করে যাচ্ছি। ধাপে ধাপে আমরা ৩য় শ্রেণীর পৌরসভা থেকে ২য় শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়েছি। ইতিমধ্যে সারাদেশে পৌরসভার সেবার মান ও উন্নয়নের দিকে সেরা দশের তালিকায় স্থান করে নিয়েছে কালীগঞ্জ পৌরসভা। আমরা ১ম শ্রেণীর পৌরসভার নাগরিক সকল সুযোগ সুবিধা পৌছে দেওয়ার জন্য আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে এবং সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সাবেক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি বলেন, এক যুগ পুর্বে কালীগঞ্জ পৌরসভা গঠিত হওয়ার পর থেকে ধাপে ধাপে এর উন্নয়ন কাজ চলমান আছে। মেয়র, কাউন্সিলর, ও কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব পৌরবাসীরও। পৌরসভার রাস্তাঘাট, ড্রেনেজ, সড়ক বাতি, ডাম্পিং স্টেশন, পৌর ভবন, হাট বাজারসহ অন্যান্য উন্নয়নমূলক কাজ আশা করি দ্রুতই সম্পন্ন করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে হাফছা নাদিয়া, অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযুদ্ধা আবদুল মতিন সরকার ও সাধারণ সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাইনুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জুয়েনা আহম্মেদ, সাধারণ সম্পাদক মাহফুজা পারভীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর মোল্লা, সাধারণ সম্পাদক ওয়াহিদ হাসান, সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ শাখার সভাপতি এম আই লিখন, সাধারণ সম্পাদক ওয়াসিম মোল্লা, কালীগঞ্জ পৌরসভার ওয়ার্ড কাউন্সিলরবৃন্দসহ পৌর কর্মকর্তা ও কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সর্বস্তরের জনগণ।
পথরেখা/আসো