পথরেখা অনলাইন বিনোদন : বলিউডের অভিনেতা আদিত্য রায় কাপুর এবং অভিনেত্রী অনন্যা পাণ্ডে চুটিয়ে প্রেম করছেন। দীর্ঘদিন ধরেই তাদের প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছিল। সম্প্রতি সেই জল্পনায় এক প্রকার সিলমোহরও পড়েছে। দেশের জনপ্রিয় পোশাকশিল্পী মণীশ মলহোত্রের ফ্যাশন শোয়ে একসঙ্গে র্যাম্প মাতিয়েছিলেন আদিত্য-অনন্যা। তখনও দর্শক ও অনুরাগীদের নজরে পড়েছিল তাদের সম্পর্কের রসায়ন। সম্প্রতি বিদেশের মাটিতেও ধরা পড়েছে তাদের প্রেম। স্পেন, পর্তুগালের আনাচেকানাচে একে অপরের মধ্যে হারিয়ে গেছেন তারা।
এদিকে নিজের প্রথম ওয়েব সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-এ নজর কেড়েছেন আদিত্য। কুড়িয়েছেন দর্শক ও সমালোচকদের প্রশংসাও। বলিউডে অভিষেকের প্রায় এক দশক পরে জমি খুঁজে পেয়েছেন এ অভিনেতা।
অন্যদিকে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’-এর মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করার পরে ‘লাইগার’, ‘গেহরাইয়াঁ’র মতো সিনেমাতে একেবারেই দাগ কাটতে পারেননি অনন্যা। সম্প্রতি করণ জোহরের ‘ধর্ম কর্নারস্টোন এজেন্সি’র সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন এ নায়িকা। একই সংস্থার সঙ্গে হাত মিলিয়েছেন আদিত্যও। তবে কি তাদের এ ‘সম্পর্ক’ বেচে বলিউডে জমি শক্ত করতে চলেছেন আদিত্য এবং অনন্যা? শোনা যাচ্ছে, আদিত্য এবং অনন্যাকে জুটি হিসেবে বিভিন্ন সংস্থার কাছে তুলে ধরতে চাইছেন ট্যালেন্ট সংস্থার কর্তারা।
উল্লেখ্য, এ মুহূর্তে ব্যক্তিগত সময় উপভোগ করতে ব্যস্ত আদিত্য-অনন্যা। স্পেনের কনসার্ট উপভোগ করার পরে এবার পর্তুগালের সময় কাটাচ্ছেন বলিউডের এ চর্চিত জুটি। ইতোমধ্যেই তাদের একাধিক ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায়।
পথরেখা/আসো