পথরেখা অনলাইন, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ সোম মোজাদ্দেদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সাবেক সুপারিনটেনডেন্ট মাওলানা আব্দুস সাত্তার মোজাদ্দেদী আল আবেদী ১৮ জুলাই রাত আনুমানিক ১:২০ মিনিটে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধক্যজনিত ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন।
তিনি বাংলাদেশ আহলে সুন্নাতওয়াল জামায়াত কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সোম- টিউরী পাকা জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব ছিলেন। তিনি অসংখ্য আলেমের ওস্তাদ, প্রবীণ আলেমে দিন ও বুজুর্গ ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশ আহলে সুন্নাতওয়াল জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
মরহুমের জানাজার নামাজ মঙ্গলবার জোহর বাদ সোম টিউরি-পাকা জামে মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের লাশ ইছাপুরা সামাজিক কবরস্থানে দাফন করা হয়। মৃতকালে তিনি ৪ পূত্র, ৪ কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
পথরেখা/আসো