পথরেখা অনলাইন প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে পৃথক স্থান থেকে এক পুরুষ ও এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার তুমলিয়া ইউনিয়নের টিওরী গ্রামের ফালু ফকিরের পুত্র রমজান ফকির (৪৮) একজন মানসিক রোগী। গত তিনদিন যাবৎ অবিবাহিত রমজান ফকিরকে এলাকায় দেখা যাচ্ছিল না। বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে তার ঘর থেকে পঁচা দুর্গন্ধ বের হলে এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যান ও পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘরের দরজা কেটে ভিতরে ডুকে রমজান ফকিরের বিকৃত লাশ উদ্ধার করে। রমজান ফকিরের বাবা, মা ও এক ভাইও দীর্ঘদিন মানসিক রোগে ভোগে গত এক বছর আগে মারা গিয়েছিল।
অপরদিকে রাশিদা বেগম (৫৬) নামের এক বৃদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। নিহত রাশিদা উপজেলার মোক্তারপুর ইউনিয়নের ডেমরা গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী এবং চার সন্তানের জননী।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বৃদ্ধা রাশিদা বেগম দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগেও তিনি কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বুধবার রাতে বাড়িতে কেউ না থাকায় তিনি উঠানের আম গাছের ডালে, গলায় উড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে বুধবার রাত আনুমানিক ১টায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ফায়েজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, উভয় ঘটনায় লাশ উদ্ধার ও প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পথরেখা/রাসু