অদ্ভূত এই দিন
বৃষ্টিময় প্রসন্ন এই বেলা।
জল থই থই বৃষ্টির ফোঁটা
হেঁটে চলা সন্ধ্যা বেলা,
ছাতি মাথায় বৃষ্টি বেলা
অন্ধকার ভরা, রাত্রি সময়,
আলো অন্ধকার, খেলছে নিজের খেলা।
কে যায় হেঁটে, থম থমে প্রকৃতির মাঝে।
হেঁটেছি আমি,
প্রকৃতির মাঝে নিঃশব্দ এই বেলা।
একা নই আমি, আছে-
বৃষ্টি গাছ পাতা বাতাস আর অন্ধকার।
আরো আছে একটি শালিক পাখি
নিঃশব্দ এই প্রকৃতির কথা আমি বুঝিতে পারি।
আমি হেঁটে চলছি,
বৃষ্টি আমাকে ছুঁতে চায়,
বাতাস আমাকে ছুঁতে চায়,
গাছের পাতা হেলে এসে আমাকে ছুঁতে চায়,
অন্ধকার নিজের মধ্যে মিলিয়ে নিতে চায়।
আমি হেঁটে চলছি অনন্তকাল...
পথরেখা/আসো