সাদা মৃত্যু
লাল নীল মৃত্যু
ঘুমের ভেতর ডেকে ওঠে মৃত্যু,
নৈঃশব্দ্যেকে তুমুল জাগিয়ে তোলে দাহ
নিরীহ বাতাস পুড়ে যায়,
ওড়ে তীব্র শোকের মৌমাছি
সুচবিদ্ধ চোখ থেকে রক্ত ঝরে, স্বপ্ন—
ভিজে যায় অসহায় মানুষের। সকাল হয় না।
দুপুরবেলায় গোধূলির ছায়া নামে,
দু-একটি গাছে ঝুলে থাকে
শীর্ণ রোদের কঙ্কাল;
নিচে নষ্ট বাঙ্কারে মাথার খুলি, ভাঙা লাল চুড়ি,
ছেঁড়া চোখ, নগ্ন ছিন্নভিন্ন শরীরের স্নিগ্ধ রোদ।
অতঃপর ওই লাল রক্তে লাল সূর্য
শহিদ মিনার
তীব্র জ্বলে ওঠে আগুন শেষ দিগন্তে
দুলে ওঠে সৃজনের বীজতলা-মুগ্ধতা মুখর
থিরথির কাঁপে স্বপ্নঘর—
হেঁটে আসে সকালের গান।
পথরেখা/আসো