পথরেখা অনলাইন প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : কালীগঞ্জ কল্যাণ সংস্থার উদ্যোগে কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ২৭ জুলাই ১২ টায় শত শত ছাত্রী ও শিক্ষকদের উপস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষ রোপন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আজিজুর রহমান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌর মেয়র এস এম রবীন হোসেন, কালীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নাজমুল ইসলাম, কালীগঞ্জ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান সাজেদ। কলেজ প্রাঙ্গণে কালীগঞ্জ কল্যাণ সংস্থা ২টি বকুল, ৮টি দেবদারু, ১টি কৃষ্ণচূড়া ও ২৫টি ঝাউ গাছের চারা রোপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সকলকে গাছ লাগাতে উৎসাহিত করে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ধোধন করেন এবং বৃক্ষের মতো উদার ও নিস্বার্থ হয়ে সবুজ কালীগঞ্জ গড়তে সকলকে আহবান জানান।
পথরেখা/আসো