পথরেখা অনলাইন : নাটক, সিনেমায় অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন সোনিয়া হোসেইন। সম্প্রতি সরকারি অনুদানে হৃদি হকের পরিচালনায় ‘১৯৭১ সেইসব দিন’ সিনেমার একটি গান প্রথমবার নিজেকে গ্ল্যামারাসভাবে উপস্থাপন করেছেন। গানটি ২৮ জুলাই সন্ধ্যায় ইউটিউবে প্রকাশ করা হয়েছে। এর আগে সোনিয়াকে আলভী আহমেদের ‘ইউটার্ন’ সিনেমায় দেখা গেছে।
সিনেমার ‘ইয়ে শ্যামে’ গানের শুটিং হয়েছে ২০২১ সালে। সেই সময় ‘ইয়ে শ্যামে’ গানে সোনিয়ার গ্ল্যামারাস উপস্থিতি সেটের সবাইকে দারুণভাবে মুগ্ধ করেছিল। গানটি লিখেছেন চয়নিকা দত্ত। সুর সংগীত করেছেন দেবজ্যোতি মিশ্র। গেয়েছেন ইন্ডিয়ান আইডলের সঞ্চারি সেনগুপ্তা।
গানে গ্ল্যামারাসভাবে নিজেকে উপস্থাপন প্রসঙ্গে সোনিয়া হোসেইন বলেন, ‘শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি সিনেমার পরিচালক হৃদি হকের কাছে। কারণ তিনি এত সুন্দর গল্পের সিনেমাতে সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ এই ইয়ে শ্যামে গানে আমাকে পারফর্ম করার সুযোগ করে দিয়েছেন। এই গানে উপস্থাপনের জন্য আমি নিজেকে প্রস্তুত করেছি যথাযথভাবে। আমি নিজেকে কখনোই পর্দায় এতটা প্রাণবন্ত, এতটা গ্ল্যামারাস দেখিনি। নিজেই মুগ্ধ হয়েছি বারবার।’
পথরেখা/আসো