পথরেখা অনলাইন : এপ্রিল মাসে কলকাতায় এসেছিলেন পরীমণি। কয়েক মাস কাটতে না কাটতেই সুখবর শোনালেন নায়িকা। খুব শীঘ্রই নাকি কলকাতার ছবিতে দেখা যাবে তাঁকে। বর্তমানে বেশ অনেক সিনেমা, সিরিজ়ে দেখা যায় বাংলাদেশি তারকাদের মুখ। নুসরত ফারিয়া, অপু বিশ্বাস, মাহিয়া মাহি, বিদ্যা সিন্হা সাহা মিম— বাংলাদেশের যে শিল্পীরা টলিউডে কাজ করেছেন, তার হিসাব কষতে বসলে তৈরি হবে দীর্ঘ তালিকা। দুই বাংলা যেন মিলেমিশে গিয়েছে। সম্প্রতি কলকাতায় মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ছবি ‘সুড়ঙ্গ’। যা নিয়ে হয়েছে বিস্তর আলোচনাও। এ ছাড়াও চঞ্চল চৌধুরি, মোশারফ করিমের মতো অভিনেতারাও দাপিয়ে কাজ করছেন এ পার বাংলার বিভিন্ন ছবিতে। তবে অনেক দিন ধরে দর্শকের মনে একটাই প্রশ্ন। কবে এ পার বাংলার ছবিতে দেখা যাবে পরীমণিকে?
এমনিতে নায়িকাকে নিয়ে বিতর্কের শেষ নেই। ব্যক্তিগত জীবনের জন্যই বার বার শিরোনামে উঠে এসেছে তাঁর নাম। স্বামী শরিফুল রাজের সঙ্গে তাঁর দাম্পত্য কলহ প্রকাশ্যেই দেখেছেন দর্শক। ফেসবুকে একে অপরকে বিঁধেছেন নানা পোস্টে। এত বিতর্কের পরে নায়িকাকে কলকাতার ছবিতে দেখার অপেক্ষায় দর্শক। পরীর অনুরাগীদের সেই স্বপ্নই এ বার সত্যি হতে চলেছে। সেই সুখবর আনন্দবাজার অনলাইনকে জানালেন স্বয়ং অভিনেত্রী।
পরী বলেন, “কলকাতার ছবিতে কাজ করছি। এখনই বিস্তারিত কিছু বলতে চাই না। সবটাই ক্রমশ প্রকাশ্যে। ছেলের জন্মদিন কাটলেই কলকাতায় আসব।” ১০ অগস্ট এক বছরে পা দেবে পরীর ছেলে রাজ্য। ছেলের জন্মদিনের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন নায়িকা। অনেক কিছু পরিকল্পনা করেছেন এর মধ্যেই। আর মাত্র ন’দিনের অপেক্ষা। রাজ্যের জন্মদিন কাটার পর কলকাতায় আসবেন পরীমণি। সম্প্রতি কলকাতা এসেছিলেন তাঁর স্বামী রাজ। এখানে এসে হারিয়ে যায় তাঁর ফোন। শত ঝামেলা থাকলেও ফোন হারানোর পর সবার প্রথমে পরীর সঙ্গেই যোগাযোগ করেছিলেন রাজ। এ কথা নিজেই জানিয়েছেন নায়িকা। এত সমস্যার পর রাজ এবং পরীর সম্পর্ক কোন দিকে মোড় নেবে,এখন সেটাই দেখার অপেক্ষায় দর্শক।পথরেখা/রাসু
পথরেখা/আসো