পথরেখা অনলাইন প্রতিনিধি কালীগঞ্জ (গাজীপুর০ : গাজীপুর জেলার কালীগঞ্জে মাদক বিরোধী আন্দোলন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। ০৬ আগস্ট কালীগঞ্জ সরকারি শ্রমিক কলেজ অডিটোরিয়ামে এ মাদক বিরোধী আন্দোলন কর্মসূচী অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন অভিপ্রায় যুব সমাজ কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত মাদক বিরোধী আন্দোলন কর্মসূচীতে সভাপতিত্ব করেন কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজের অধ্যক্ষ মো. ইসমাইল হোসেন।
সংগঠনের সভাপতি নূসরাত কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর-ই-এলাহী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভন, কালীগঞ্জ থানার (ওসি) অপারেশন মো. সাব্বির হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকতা মো. জহির উদ্দিন, কলেজ শাখার সভাপতি এম আই লিকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদিকুর রহমান, গণমাধ্যমকর্মী, বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিসহ কলেজের প্রায় ২ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, মাদক সেবন থেকে নিজেকে ও সমাজকে রক্ষা করতে সকলকে এগিয়ে আসতে হবে। বেকারত্ব দুরীকরণে কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষে যুব উন্নয়ন থেকে বিভিন্ন প্রশিক্ষন নেয়ার আহবান জানান। মাদক সেবনকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অনুষ্ঠান শেষে কলেজের অধ্যক্ষ শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করান।
পথরেখা/আসো