পথরেখা অনলাইন : বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ৮ আগস্ট রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এসএম মান্নান (কচি) সভায় সভাপতিত্ব করেন।
সভায় ২০২১-২০২২ সালের নিরীক্ষিত হিসাব বিবরণী পাস হয় এবং ২০২২-২০২৩ সালের বাজেট অনুমোদন হয়। বিজিএমইএ’র সহ-সভাপতি শহিদউল্লাহ আজিম, সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম, সহ-সভাপতি রাকিবুল আলম চৌধুরী, বিজিএমইএ এর পরিচালকবৃন্দ এবং পোশাক শিল্পের সাধারন সদস্যবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
দেশের তৈরি পোশাকদের উদ্যোক্তারা মিলে ১৯৮৩ সালে বিজিএমইএ নামের এই প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। প্রতিষ্ঠানটির বর্তমান সভাপতি ফারুক হাসান। তার আগে সভাপতি ছিলেন রুবানা হক। বিজিএমইএর তিন হাজারের বেশি সদস্য রয়েছে। এর মধ্যে সক্রিয় রয়েছেন দুই হাজার বেশি সদস্য। রপ্তানি পরিসংখ্যান ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, চলতি বছর পোশাক খাতের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৬ দশমিক ৮০ বিলিয়ন ডলার। লক্ষ্যমাত্রার চেয়ে দশমিক ৪১ শতাংশ বেশি পোশাক পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ।
পথরেখা/আসো