পথরেখা অনলাইন : ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন কোন চন্ডিকা হাথুরুসিংহে, সঙ্গে নিয়ে এসেছেন ছেলেকে। বৃহস্পতিবার প্রথমদিন মিরপুরের হোম অব ক্রিকেটে পা রেখেই ছেলেকে চারিদিক ঘুরিয়ে দেখালেন। এবার দল চূড়ান্ত করার আগে নির্বাচকদের সাথে বৈঠকে বসবেন হাথুরু। তামিম ইকবালের জায়গায় নতুন ওয়ানডে অধিনায়ক নির্বাচন হয়নি এখনও। যদিও বোর্ডের পক্ষ থেকে সাকিরকে এককভাবে বিবেচনা করতে চাইছেন। এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণাও বাকি রয়েছে। নিশ্চয়ই তা জেনেই রাজধানীতে পা রেখেছেন কোচ হাথুরুসিংহে। তবে বরাবরই কাজকর্মে সিরিয়াস ও পেশাদার বাংলাদেশ হেড কোচ নিশ্চয়ই খুব খুশি মনে ঢাকা ফেরেননি, ফিরতে পারেননি। তিনি এসেছেন অনুশীলন করাতে। অথচ অধিনায়কই নেই দলে। কারা অনুশীলন করবেন? সেই দলও চূড়ান্ত হয়নি এখনও। তার মানে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টিম বাংলাদেশের এশিয়া কাপের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরুর সম্ভাবনা নেই। হাথুরুর এতে মোটেই প্রীত হবার কথা নয়। তার যে স্বভাব, তাতে রেগে-মেগে আগুন হওয়ার কথা। তাকে যারা চেনেন, জানেন- সবাই একমত, ক্ষোভে না ফুসলেও বাংলাদেশ হেড কোচ বোর্ড কর্তাদের যতটা সম্ভব দ্রুত অধিনায়ক চূড়ান্ত করার কথা বলছেন।
পাশাপাশি দল নির্বাচন করে আনুষ্ঠানিক প্রস্তুতিও শুরুর জন্য চাপ দেবেন। যদিও বিসিবি সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস মঙ্গলবার বোর্ড সভা শেষে জানিয়েছেন, তারা ১২ আগস্টের মধ্যে সব কিছুই করে ফেলবেন। তাই ধারনা ছিল ১১ আগস্ট বিকেল বা সন্ধ্যা নাগাদ হয়তো অধিনায়কের পাশাপাশি দল ঘোষণাও হয়ে যেতে পারে। এদিকে হেড কোচ হাথুরু ঢাকা আসার পর ভোজবাজির মত পরস্থিতি পাল্টে যাবার আলামত মিলেছে। এখন শেরে বাংলায় নির্বাচকদের সাথে বসবেন হাথুরু। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, কোচের সাথে নির্বাচকবৃন্দ আলোচনায় বসে দল নির্বাচন নিয়ে কাজ করবেন। প্রধান নির্বাচক দল নিয়ে আর কিছু না বললেও একটা ধারণা মিলেছে তার কথায়। তাহলো, শুক্রবারই হয়তো দল নির্বাচন শেষ হয়ে যাবে এবং বৃহস্পতিবার হেড কোচ আর নির্বাচকরা মিলে আসলে এশিয়া কাপের মূল স্কোয়াড এর রূপরেখা ও গঠনশৈলি চূড়ান্ত করবেন।
প্রাথমিক দল নয় সম্ভবত মূল দল বাছাইয়ের কাজও সেরে ফেলবেন তিনি। এদিকে প্রধান নির্বাচকও বলে দিয়েছেন, আমরা কোন প্রাথমিক দল ঘোষণা করিনি। করবোও না। এশিয়া কাপের জন্য ১৫ জনের দল চূড়ান্ত করে তার ঘোষণাই দেব। সুতরাং বোঝাই যাচ্ছে, দ্রুতই হয়তো দল চূড়ান্ত হয়ে যাবে। ওইদিন ঘোষণা না হলেও পরদিন শুক্রবার মানে ১১ আগস্টই হয়তো সেটা ঘোষিত হবে। এদিকে টাইগারদের অনুশীলনে হাথুরুর সাথে যোগ দিলেন তার ছেলেও। টাইগারদের হেড কোচ শুধুই সিলেক্টরদের সাথে দল নির্বাচনী বৈঠকে অংশ নিতে, তা নয়। বাংলাদেশ হেড কোচ সকাল বেলা এসে হাজির আসলে অন্য কারণে। আনুষ্ঠানিক টিম প্র্যাকটিস শুরু না হলেও ক্রিকেটারদের ব্যক্তিগত প্রস্তুতির ব্যাপার আগে থেকেই শুরু হয়েছে। কার কি অবস্থা, কে কি করছে? তা খুঁটিয়ে দেখতেই আসলে হাথুরু সকাল সকাল বেলা শেরে বাংলার মাঠে এসে হাজির। শিক্ষক আসার আগে মনোযোগী ছাত্রদের কেউ কেউ অনুশীলন শুরুও করে দিয়েছিলেন। এমন অবস্থায় তাদের এটাওটা দেখাতে হাথুরুও মাঠের মধ্যে চলে আসলেন। চাওর হয়ে গেল, ঢাকা পৌঁছে রাত পার করে পরদিন সকালেই টিমের অনুশীলনে এসে উপস্থিত হেড কোচ। কেউ কেউ হয়তো প্রশ্ন করতে পারেন, ‘এই না বলে দল ঘোষণা হয়নি, তাহলে কিসের অনুশীলন?’ হ্যাঁ, আগেই বলা হয়েছে, যে দল ঘোষণা হয়নি।
এখন কি এশিয়া কাপের প্রাথমিক দল না ২০ থেকে ২২ জনের দল দেয়া হবে, তাও পুরোপুরি নিশ্চিত নয়। তারপরও মোটামুটি যারা নিশ্চিত তারা অনেকে প্রায় নিয়মিতই অনুশীলন করছেন। সেই ধারাবাহিকতায় তারা প্র্যাকটিসে এসেছেন। তবে হেড কোচ হাথুরু তাদের অনুশীলন পর্যবেক্ষণ করেছেন। পাশাপাশি এর-ওর সাথে কাজও করেছেন। যদিও এসব কিছুই এ প্রতিবেদনের মূল উপজীব্য বিষয় নয়। অন্য একটি বিষয় আছে। তাহলো, ঘড়ির কাঁটা সকাল ১১টা ছোঁয়ার আগেই হোম অব ক্রিকেটে উপস্থিত সাংবাদিকদের চোখ স্থির হলো মাঠের ভেতর। একি বাংলাদেশ দলে কী কোন নতুন কোচিং স্টাফ যোগ দিলেন নাকি? কোচ হাথুরুর সাথে এটা কে দাঁড়িয়ে? তিনি কে? টিম বাংলাদেশের কোন নতুন ফিজিও, ট্রেনার কিংবা কোচিং স্টাফ? অনেক কৌতুহলি প্রশ্ন দানা বেঁধে উঠলো। তিনিও হেড কোচের সাথে এদিক-ওদিক ছোটোছুটি করলেন? সাথে বারবার নানা আলোচনাও করলেন। সব দেখে কৌতুহলের মাত্রাটা দ্বিগুণ হলো সবার। কিন্তু তাৎক্ষণিক উত্তর মিললো না। পরে খোঁজ নিয়ে জানা গেল, মাঠের ভেতর যাকে বাংলাদেশ দলের প্র্যাকটিসের ড্রেস পরা অবস্থায় দেখা গেল তিনি আর কেউ নন, হেড কোচ চন্দিকা হাথুরুসিংহেরই ছেলে। বাবার সাথে তিনিও এসেছেন এবার বাংলাদেশে।
পথরেখা/আসো