- |
- |
- জাতীয় |
- আন্তর্জাতিক |
- বিনোদন |
- ক্রীড়া |
- মত-দ্বিমত |
- শিক্ষা-স্বাস্থ্য |
- বিজ্ঞান-প্রযুক্তি |
- কৃষি বার্তা |
- অর্থ-বাণিজ্য-উন্নয়ন |
- সাহিত্য-সংস্কৃতি-সংগঠন |
- সারাদেশ |
পথরেখা অনলাইন প্রতিনিধি, গাজীপুর [কালিগঞ্জ] : গাজীপুর প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক সাধারণ সভা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজে রোডের গাজীপুর প্রেসক্লাব ভবনের সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। গাজীপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাসুদুল হকের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন আহাম্মেদ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাবেক সাধারণ সম্পাদক রাহিম সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মোহাম্মদ ফারুক, নির্বাহী সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, নির্বাহী সদস্য মো. আব্দুর রহমান, সিনিয়র সহ সভাপতি সৈয়দ মোকছেদুল আলম লিটন, কোষাধ্যক্ষ মো. সাদেক আলীসহ অন্যান্য সদস্যরা। সভায় বার্ষিক প্রতিবেদনসহ আয় ব্যয়ের রিপোর্ট অনুমোদন হয়।
বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন সাংবাদিক হাবিবুর রহমান, নির্বাহী সদস্য মো. আবিদ হোসেন বুলবুল, রায়হানুল ইসলাম আকন্দ, এমএ আব্দুস সালাম শান্ত, দীপ্ত টেলিভিশনের গাজীপুর জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম, মোয়াজ্জেম হোসেন রাসেল ও নতুন সদস্য মোকলেছুর রহমান, আমির হোসেন রিয়েল, রেজাউল করিমসহ অন্যান্য সদস্যরা।
পথরেখা/আসো
পথরেখা : আমাদের কথা