পথরেখা অনলাইন প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
১৫ আগস্ট সকাল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির জনকের প্র্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্থানীয় সাংসদ ও বাংলাদেশ মহিলা আওয়ামীলীগের সভাপতি মেহের আফরোজ চুমকি। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান এডভোকেট মাকসুদুল আলম মাসুদ, পৌর মেয়র এস এম রবিন হোসেন, জেলা পরিষদ সদস্য মো. দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম মনজুর-ই-এলাহী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মক্তিযোদ্ধা আব্দুল মতিন সরকার, সাধারণ সম্পাদক আবু বকর চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ। আরোও শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও কালীগঞ্জ সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের গণমাধ্যমকর্মীবৃন্দ। এর আগে সকাল থেকে উপজেলা আওয়ামীলীগ কার্য্যালয়ে কোরাআন খতম পড়ানো হয় এবং পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পথরেখা/আসো