পথরেখা অনলাইন: কানাডার একেবারে উত্তরের বৃহত্তম নগরীগুলোর অন্যতম ইয়েলোনাইফের বাসিন্দাদের বুধবার নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নগরীর দিকে দাবানল এগিয়ে আসায় এ নির্দেশ জারি করা হয়। দাবানলটি সপ্তাহান্তে সেখানে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এএফপি’র।
কানাডার উত্তরপশ্চিমাঞ্চলের পরিবেশমন্ত্রী শেন থম্পসন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘দুর্ভাগ্যবশত, আমাদের দাবানল পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নেওয়ায় ইয়েলোনাইফের পশ্চিমে ছড়িয়ে পড়া দাবানল বর্তমানে এ নগরীকে সত্যিকারের হুমকির মুখে ফেলে দিয়েছে।’
তিনি শুক্রবারের দুপুর নাগাদ নগরীর প্রায় ২০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সেখানের এমন পরিস্থিতিতে দক্ষিণের একটি মাত্র মহাসড়ক খোলা রাখা হয়েছে। সেখান থেকে চলে যাওয়ার জন্য বাণিজ্যিক ও সামরিক ফ্লাইটেরও ব্যবস্থা করা হচ্ছে। বুধবার রাত পর্যন্ত দাবানলটি আঞ্চলিক রাজধানীর ১৭ কিলোমিটারের মধ্যে ছিল। থম্পসন বলেন, ‘আমি জোরদিয়ে বলতে চাই যে, নগরীটি অবিলম্বে বিপদে পড়ার ঝুঁকিতে নেই।’ ইয়েলোনাইফ নগরী কর্তৃপক্ষ এ সপ্তাহের শুরুতে জরুরি অবস্থা ঘোষণা করে। এর পরপরই তা পুরো উত্তরাঞ্চল জুড়ে সম্পসারণ করা হয়। বর্তমানে এ অঞ্চলের ২৩০টিরও বেশি স্থানে আগুন জ্বলতে দেখা যাচ্ছে।
পথরেখা/আসো