পথরেখা অনলাইন প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমান আদালতের নয়টি মামলায় ২১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে হাফসা নাদিয়া। এ সময় সাথে ছিলেন পাট অধিদপ্তর গাজীপুর এর পাট উন্নয়ন কর্মকর্তা মো. আজহারুল ইসলাম ও বেঞ্চ সহকারী মাহাবুব আলম ।
২০ আগস্ট দুপুরে সরকারী কালীগঞ্জ শ্রমিক কলেজ রোডের মো. মোস্তাফিজুর রহমানের কলেজ লাইব্রেরি, কবির হোসাইনের কবির কম্পিউটার্স, কামাল সরকারের কামাল স্টোর ও কালীগঞ্জ বাজারের সুশান্ত ঘোষের মেসার্স সুশান্ত ষ্টোর, শিব সংকর দাসের মেসার্স শিব শংকর স্টোর, মামুন মিয়ার মেসার্স মামুন স্টোর, দিলীপ মহালদারের গিরিধারী স্টোর, রতন সাহার সাহা ব্রাদার্স এবং পলাশ সাহার পলাশ স্টোরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০-এর তিনটি মামলায় ৭ হাজার, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর তিনটি মামলায় ১৩ হাজার, ধুমপান ও তামাকজাত পণ্য দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫-এর একটি মামলায় ৫শ ও দন্ডবিধি ১৮৬০-এর দুইটি মামলায় ১ হাজার টাকাসহ সর্বমোট ২১ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়।
পথরেখা/আসো