পথরেখা অনলাইন : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বাংলাদেশে সফর করতে এবং বিনিয়োগ করতে যুক্তরাজ্যের ব্যবসায়ীদের প্রতি আহবান জানিয়েছেন। ভারতে সফররত পলক ১৯ আগস্ট ভারতের ব্যাঙ্গালুরুতে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল দেশসমূহের ফোরাম জি-২০ সম্মেলন চলাকালে যুক্তরাজ্যের বিজ্ঞান, উদ্ভাবন এবং প্রযুক্তি মন্ত্রী পল স্কালির সঙ্গে এক বৈঠককালে এ আহবান জানান।
এসময় তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে ব্যবসা-বাণিজ্য, ক্যাশলেস ইকোনমি, স্টার্টআপ বিনিময়, বিটুবি ম্যাচমেকিং এর মতো দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। প্রতিমন্ত্রী সিঙ্গাপুরের যোগাযোগ ও তথ্যমন্ত্রী জোসেফাইন টিও, নেদারল্যান্ডের ইন্টেরিয়র অ্যান্ড কিংডম বিষয়ক স্টেট সেক্রেটারি আলেকজান্দ্রা কার্লা ভ্যান হাফেলেন, ইউএনডিপি-এর সহকারী সেক্রেটারি জেনারেল উলরিকা মোদেরসহ জি-২০ এবং অতিথি দেশসমূহের প্রতিনিধিদের সাথে পৃথক সাক্ষাৎ করেন।
পথরেখা/আসো