পথরেখা অনলাইন প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের দিঘুয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ ছাওমিয়ার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। রবিবার রাতে তিনি নিজ বাড়ীতে ষ্ট্রোক করে মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হারুন অর রশিদ ছাওমিয়া অবসরপ্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা ছিলেন। ২১ আগস্ট সকাল ১১টায় প্রথম জানাজা ও বাদ জোহর রাষ্ট্রীয় মর্যাদায় দ্বিতীয় জানাজার নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাফসা নাদিয়া, এসআই ইমরান, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
পথরেখা/আসো