পথরেখা অনলাইন : আগামী ৭ সেপ্টম্বর রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দুই দিনের সফরে ঢাকা আসতে পারেন। আগামী সেপ্টেম্বরে নয়া দিল্লিতে আসন্ন জি-২০ সম্মেলনে যোগ দেবেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। ওই সম্মেলনে যোগ দেয়ার আগে তিনি ঢাকা সফরে আসতে পারেন।
ঢাকা-মস্কোর কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, ল্যাভরভের ঢাকা সফরে দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় গুরুত্ব পাবে। আলোচনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিস্থিতি, বাণিজ্য, বিনিয়োগ ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে। এছাড়া ইউক্রেন পরিস্থিতি, ভূ-রাজনীতি, খাদ্য নিরাপত্তা, জাতিসংঘে বাংলাদেশের সমর্থনসহ বিভিন্ন বিষয়ে আলোচনার সম্ভবনা রয়েছে। আসন্ন ঢাকা সফরে ল্যাভরভ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এর আগে, গত বছরের নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত ভারত মহাসাগরীয় দেশগুলোর সহযোগিতা জোটের (আইওআরএ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর। কিন্তু শেষ মুহূর্তে ব্যাস্ততার কারনে তার ঢাকা সফর বাতিল হয়।
পথরেখা/আসো