পথরেখা অনলাইন প্রতিনিধি, কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জে এক মাদ্রাসার সহকারী শিক্ষককে ধারালো ছেনা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের পুত্র ও নেয়ামতপুর ইসলামীয়া ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল বাতেন (৪০) এর সাথে প্রতিবেশী মৃত আবুল কাশেমের পুত্র সাজিম (২১) এর পরিবারের দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছে। গত ৭/৮ দিন পূর্বে বাতেনের জমির ৮০ হাজার টাকা মূল্যের চারটি কড়ই গাছ সাজিম জোরপূর্বক কেটে নিয়ে যায়। পরে গত ২৫ আগস্ট রাতে আব্দুল বাতেন স্থানীয় মৈশাইর বাজার থেকে নিজ বাড়িতে ফিরার পথে সাজিমের নেতৃত্বে তার মা জেসমিন আক্তারসহ অজ্ঞাত ৩/৪ জন ধারালো অস্ত্র ও লাঠিসোটা নিয়ে বাতেনের উপর হামলা করে। এসময় সাজিমের হাতে থাকা ধারালো ছেনা দিয়ে বাতেনের মাথায় উপর্যুপরি ৮টি আঘাত করে ও তার সঙ্গীরা লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত করে বাতেনের ২০ হাজার ৫শ টাকা নিয়ে চলে যায়।
পরে স্থানীয় সাংবাদিক মো. পারভেজ মিয়া ওই রাস্তা দিয়ে গাজীপুর যাওয়ার সময় আহত রক্তাক্ত অবস্থায় বাতেনকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করেন। পরে এ বিষয়ে আহত বাতেনের ছোট ভাই আব্দুল মতিন বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ওসি (তদন্ত) মো. সাব্বির রহমান জানান, অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
পথরেখা/আসো