• সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
    ৯ পৌষ ১৪৩১
    ঢাকা সময়: ২১:১৪

নানা রঙের বিকিনি সমাচার

বিশেষ প্রতিবেদন : ভারতের সেলেব্রেটি বলে কথা। সমুদ্রে নামবেন? আর বিকিনি পরে পানিতে নামবেন না? আপনার বিকিনি হোক আপনার শরীরের সঙ্গে মানানসই। বর্তমানে যেসব বলিউড কন্যের বিকিনি পরা রূপ অনবরত চর্চায় থেকেছে তার মধ্যে অন্যতম চিত্তাকর্ষক দিশা পাটানি-র টোনড্ শরীরের বিকিনিতে অসাধারণ রূপ। কিংবা অনন্যা পাণ্ডের একরঙা বিকিনির কনট্রাস্ট ফ্লোরাল শ্রাগ। পাশাপাশি পুল-এ জলকেলিতে মত্ত বিকিনি সুন্দরী প্রিয়ঙ্কা চোপড়ার ছবিও নজর কাড়ার মতোই। আবার বহুরঙা বিকিনিতে আলিয়া ভট্টের রূপও শতগুণে বেড়েছে।
 
সাদা কমলা ডোরাকাটা বিকিনিতে ছুটির মজায় সমুদ্রের ধারে অনুষ্কা শর্মাকেও মেতে উঠতে দেখা গেছে। অথবা ফ্লোরাল বিকিনিতে জাহ্নবী কপূর যেন সদ্য ফুটে ওঠা গোলাপ। ন্যুড বিকিনি ও নেটে বোনা স্কার্টে উষ্ণতার পারদ চড়িয়েছেন শানায়া কপূর। আর দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি তো সবসময় হিটলিস্টে। এখন দেখে নেওয়া যাক কত রকমের বিকিনি বেশি ব্যবহৃত হয়। সাধারণত মহিলাদের শারীরিক গঠন অনুসারে ১২ ধরনের বিকিনি দেখা যায়। 
 
 
ব্যান্ডাউকিনি/স্ট্র্যাপলেস বিকিনি : এই ধরনের বিকিনিতে সাধারণত স্ট্র্যাপ ছাড়া ব্রা থাকে যা বুকের চারপাশে মোড়ানো টিউব টপের মতো হয় । লম্বা মহিলাদের জন্য এটি উপযুক্ত এবং আকর্ষণীয়।
 
মাল্টি-স্ট্রিং বিকিনি : এই ধরনের বিকিনিতে একাধিক স্ট্র্যাপ সহ একটি ব্রা রয়েছে যা ঘাড়ের পাশ দিয়ে একটি হল্টারের মতো পিঠের দিকে যায়। বা আধুনিক উপায়ে স্টাইল করা যেতে পারে। চওড়া কাঁধের মহিলাদের জন্য এই ধরনের স্বল্পবাস মানানসই।
 
স্ট্রিং বিকিনি : সাঁতারের জন্য সবচেয়ে উপযুক্ত এই ধরনের বিকিনি। এগুলোতে পিঠে, ঘাড়ে এবং কোমরের দু'পাশে আটকানোর জন্য স্ট্রিং রয়েছে। উরু থেকে পায়ের সৌন্দর্য প্রকাশে এই ধরনের বিকিনির জুড়ি নেই।
 
মাইক্রোকিনি : অত্যন্ত আকর্ষণীয় এবং বোল্ড লুকের এই বিকিনি। প্রায় উন্মুক্ত এই পোশাক লম্বা, বেঁটে সকলকেই মোহময়ী করে তোলে।
 
ট্যাঙ্কিনি ট্যাঙ্ক টপ : এখন ভীষণ প্রচলিত পোশাক। সেরকমই কাঁধে স্ট্র্যাপ সহ একটি ট্যাঙ্কিনির বিপরীতে ম্যাচিং বিকিনি নীচে থাকে। এটা অ্যান কোল দ্বারা ডিজাইন করা হয়েছিল, যিনি সাঁতারের পোশাকের গডমাদার হিসেবে বিবেচিত হন। সমস্ত ধরনের শারীরিক গঠনে এটা পরা যায়।
 
হাই নেক বিকিনি : এই ধরনের বিকিনির ওপরের অর্ধেকটাতে একটা উঁচু গলার টিউব থাকে যা বিকিনির বটম দিয়ে উপরের বেশিরভাগ অংশকে ঢেকে রাখে। যথাযথ আরামদায়ক এই পোশাক সকলকেই মানায়। ওয়াটার স্পোর্টস, সার্ফিং, বিচ গেমের জন্য উপযুক্ত এটা।
 
ট্রিকিনি : একটা বিকিনি নিম্নাঙ্গে এবং স্তন আচ্ছাদনের জন্য দুটো ফ্যাব্রিকের ত্রিভুজাকার চকচকে কাপড় দিয়ে তৈরি এই স্বল্পবাস বেশ আবেদনময়ী। একটু স্বাস্থ্যবান মহিলারাও চাইলে এটা পরতে পারেন।
 
স্লিং বিকিনি : 'সাসপেন্ডার বিকিনি' বা 'স্লিংশটস' নামেও পরিচিত এই বিকিনি। সাধারণত এই বিকিনিতে গলার চারপাশে, পিছনের নীচে এবং মধ্যবর্তী অংশে ধড়ের উভয় দিক খালি রেখে স্ট্র্যাপ থাকে। স্ট্র্যাপগুলি ঘাড় এবং মিডরিফের চারপাশে বেষ্টন করে পিঠটা প্রায় খালি রাখে। ভাল টোনড ফিগার এবং ভারী কোমরের মহিলাদের জন্য এটি বেশ মানায়।
 
স্কার্টিনি : এই ধরনের বিকিনিতে নীচে একটা স্কেটার স্কার্ট থাকে। ওপরের অংশে ব্রা ঘাড় ও পিঠের কাছে স্ট্রাপ দিয়ে আটকানো থাকে। সাঁতারের পোষাকের মধ্যে এর স্থান সবচেয়ে উপরে। পাতলা কোমর ও আকর্ষণীয় চেহারায় এই বিকিনি অবশ্যই নজর কাড়ে।
 
উচ্চ-কোমর বিকিনি : যে মহিলারা তাদের কোমর বেশি উন্মুক্ত করতে পছন্দ করেন না কিন্তু বিকিনি পরতে ভালবাসেন, তাদের জন্য এটা সবচেয়ে উপযুক্ত। এই বিকিনির নীচে একটা উচ্চ কোমর রয়েছে এবং পুরো কোমররেখা ঢেকে নাভির ওপরে বসে। সমস্ত ধরনের শারীরিক গঠনে এটি মানানসই। গর্ভাবস্থার স্ট্রেচ মার্ক ঢেকে রাখার ক্ষেত্রেও এটি একটি দুর্দান্ত বাছাই।
 
ফ্রিঞ্জ বিকিনি : কামুক এবং মার্জিত দেখাতে এই ধরনের বিকিনির ওপরে এবং নিচের অংশে ব্যান্ড যুক্ত রয়েছে। আপনি যদি আপনার পুরো পোশাকে ভলিউম যোগ করতে চান তবেও এটা ভাল। একদম ছিপছিপে মহিলাদের জন্য আকর্ষণীয় লুকস আনে এই বিকিনি।
 
ফ্লাউন্স বিকিনি : গ্রীষ্মের মরসুমের জন্য আকর্ষণীয় এই বিকিনিতে একটা ফ্লাউন্সড হল্টার টপ রয়েছে এবং এটা একটা সুন্দর বক্ষলাইন তৈরি করেছে। ফ্লান্টিং কর্ভ মহিলাদের জন্য এটা আদর্শ।
পথরেখা/আসো  # সূত্র : আনন্দবাজার পত্রিকা

  মন্তব্য করুন
আরও সংবাদ
×

পথরেখা : আমাদের কথা

আমাদের পোর্টালের নাম— pathorekha.com; পথরোখা একটি অনলাইন নিউজ পোর্টাল। আমরা এই প্রতিষ্ঠানকে প্রতিদিনের সত্য-সংবাদের পথরেখা হিসেবে প্রমাণ করতে চাই। পথরেখা সারাদেশের পাঠকদের জন্য সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ এবং মতামত প্রকাশ করবে। পথরোখা নিউজ পোর্টাল হিসেবে ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করলো। অচিরেই পথরেখা অনলাইন মিডিয়া হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করবে। পথরোখা  দেশ কমিউনিকেশনস-এর অঙ্গ প্রতিষ্ঠান।
 
পথরোখা জাতীয় সংবাদের উপর তো বটেই এর সঙ্গে রাজনীতি, আন্তর্জাতিক, খেলাধুলা, কৃষি, বিনোদন, অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, তথ্য ও প্রযুক্তিসহ বিভিন্ন বিভাগকেও গুরুত্ব সহকারে বিবেচনা করে। মাল্টিমিডিয়া সাংবাদিকতা এবং চৌকস ফটোগ্রাফিকে বিশেষ বিবেচনায় রাখে।
 
পথরোখা’র সম্পাদক আরিফ সোহেল এই সেক্টরে একজন খুব পরিচিত ব্যক্তিত্ব। সাংবাদিক হিসেবে তার দীর্ঘ ৩০ বছর কর্মজীবনে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকা, আজকের কাগজ, রিপোর্ট২৪ ডটকম প্রভৃতি প্রতিষ্ঠানে কাজ করেছেন। এ ছাড়া তিনি সরকারী ক্রীড়া পাক্ষিক ‘ক্রীড়া জগত’ ও লাইফস্টাইল ম্যাগাজিক অপ্সরা নির্বাহী সম্পাদক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। তিনি জনপ্রিয় অনলাইন দেশকণ্ঠের নির্বাহী সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
 
পথরেখা দেশের মৌলিক মূল্যবোধ, বিশেষ করে জাতীয় সার্বভৌমত্ব, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার প্রতি অঙ্গীকারবদ্ধ। এছাড়াও, এটি দেশের নাগরিকের মানবিক ও নাগরিক অধিকারের পক্ষে কথা বলবে। ন্যায়পরায়ণতা, নির্ভুলতা এবং বস্তুনিষ্ঠতা বজায় রাখতে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমরা বিশ্বাস করি যে জনগণের বিশ্বাসযোগ্যতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। পথরেখা রাজনৈতিক ইস্যুতে নির্দলীয় অবস্থান বজায় রাখবে। একটি নিরপক্ষ অনলাইন হিসেবে আমরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করার শতভাগ প্রছেষ্টা করব। তবে সঠিক পদ্ধতি অনুসরণ করেও কিছু ভুল হতেই পারে। যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রাখছি সব মহলেই। সততা পথে অবিচল; আলোর পথে অবিরাম যাত্রায় আমাদের পাশে থাকুন; আমরা থাকব আপনাদের পাশে।
 
উল্লেখ্য, পথরেখা হিসেবে একটি প্রকাশনী দীর্ঘদিন থেকে প্রকাশিত হয়ে আসছে। এবার উদ্যোগ নেওয়া হলো অনলাইন অনলাইন নিউজ পোর্টাল হিসেবে প্রকাশ করার।