পথরেখা অনলাইন : চলতি বছরে পরপর দুটি ধামাকা উপহার দিয়ে ফেলেছেন বলিউড বাদশা শাহরুখ খান। জানুয়ারি মাসে পাঠান আর সেপ্টেম্বরে জাওয়ান বক্স অফিসে সুপার ডুপার হিট। এদিকে পরপর দুটি সাফল্যের পর অনেকেই ধরে নিয়েছিলেন, জাওয়ান আর পাঠানের সাফল্যের পর হয়তো ডাঙ্কি পিছিয়ে দেবেন শাহরুখ। তবে কিং খানের বক্তব্য মিলল অন্য আভাস।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি প্রেস কনফারেন্সে রাজকুমার হিরানির ডাঙ্কি নিয়ে মুখ খুললেন শাহরুখ খান। একটি ভিডিওতে শাহরুখকে বলতে শোনা গেল, ‘ভগবান দয়ালু ছিল পাঠানের উপর। আরও দয়ালু হলেন জওয়ানের ক্ষেত্রে। আমরা পাঠানের ক্ষেত্রে শুরু করেছিলাম ২৬ জানুয়ারির (প্রজাতন্ত্র দিবস) মতো শুভ দিন দিয়ে। এরপর জন্মাষ্টমীতে কৃষ্ণের জন্মদিনে এল জাওয়ান। আর এখন সামনেই বড়দিন আর নিউ ইয়ার। আমরা ডাঙ্কি মুক্তি দেব। আমি জাতীয় সংহতি বজায় রেখে চলেছি। যদিও আমার সিনেমা যখনই মুক্তি পায়, তখনই ঈদ।’
শাহরুখ আরো বলেন ‘আমি গত ২৯ বছরে কঠোর পরিশ্রম করেছি। ভবিষ্যতেও করতে থাকব। কারণ আমি খুশি হই যখন মানুষ আমার ছবি দেখে খুশি হয়।’রাজকুমার হিরানির সিনেমার জন্য প্রথমবার জুটি বাঁধছেন শাহরুখ খান আর তাপসী পান্নু। ডাঙ্কিতে বিশেষ চরিত্রে দেখা যাবে ভিকি কৌশল ও ধর্মেন্দ্রকেও। সেই সঙ্গে প্রথমবার রাজকুমার হিরানির কাজ করছেন কিং খান।
পথরেখা/আসো